একমাস হল রিয়া জেলে, আজও মিলল না মুক্তি, ২০ অক্টোবর অবদ্ধি ঠাঁই হাজতে

Published : Oct 06, 2020, 07:35 PM IST

৯ সেপ্টেম্বর গ্রেফতার হয়েছিলেন রিয়া চক্রবর্তী। মাদক যোগে তাঁকে গ্রেফতার করেছিল এনসিবি। এরপর থেকেই জল ঘোলা হয়েছে বি-টাউনে। একের পর এক নাম সামনে উঠে এসেছে। কিন্তু কোথাও গিয়ে যেন নিস্তার মিলছে না রিয়ার। কোর্টের রায় আবারও হতাশা। 

PREV
18
একমাস হল রিয়া জেলে, আজও মিলল না মুক্তি, ২০ অক্টোবর অবদ্ধি ঠাঁই হাজতে

এখনও মেলেনি বেল। জেল হেফাজতে যাওয়ার কয়েকঘণ্টা পর থেকেই রিয়ার জামিনের আবেদন করে চলেছেন তাঁর উকিল। 

28

কিন্তু নিস্তার নেই। শুরু সেই ৯ সেপ্টেম্বর থেকে। একের পর এক দিন চলে গেলেও রিয়া চক্রবর্তী জামিন পাননি। 

38

এনসিবি থেকে সাফ জানানো হয়েছিল রিয়া চক্রবর্তীকে ছেড়ে দেওয়ার অর্থ অনেকেই সচেতন হয়ে যেতে পারে। 

48

উল্টোদিকে রিয়া চক্রবর্তীও নিজে মুখে একের পর এক তারকার নাম বলেছেন, যাঁদের মাদক দিয়ে থাকতেন তিনি। 

58

সেই ২৫ জনের লিস্ট থেকে ইতিমধ্যেই ডাক পেয়েছেন বেশ কয়েকজন তারকা। ফলে তাঁকে ছাড়তে না-রাজ এনসিবি।

68

মঙ্গলবারও মিলল না রেহাই। কোর্ট থেকে জানিয়ে দেওয়া হল ২০ অক্টোবর পর্যন্ত জেল হেফাজতেই থাকতে হবে।

78

রিয়ার এই জেল হেফাজতের মেয়াদ বেড়ে যাওয়ার ফলে এবার মুখ খুলল সেলেব মহলের একাংশ। 

88

রিয়াকে ছেড়ে দেওয়ার দাবি তুললেন অনেকেই। সোশ্যাল মিডিয়ায় তা ট্রেন্ড করতে থাকে রিয়াকে ছেড়ে দেওয়ার হ্যাস ট্যাগ। 

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories