Published : Sep 22, 2020, 02:37 PM ISTUpdated : Sep 22, 2020, 04:14 PM IST
ড্রাগ নিয়ে বর্তমানে তোলপাড় হচ্ছে বলিউড। একের পর এক তারকার নাম উঠে আসছে সামনে। এই সময় রিয়া চক্রবর্তীকে ছাড়তে নারাজ এনসিবি। তাদের মতে রিয়াকে ছাড়তে সতর্ক হয়ে যাবেন অনেকেই। তাই এখনই মুক্তি মিলছে না রিয়ার।
এখনই মুক্তি মিলছে না। ১৪ দিন পর ছাড়া পেলেন না রিয়া চক্রবর্তী। মঙ্গলবার সেশন কোর্টে উঠল কেস।
212
পর পর তিন দিন জেরার পরই রিয়া চক্রবর্তীকে জেল হেফাজতে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল নার্কোটিস কন্ট্রোল ব্যুরো।
312
আবারও জামিনের জন্য বম্বে হাইকোর্টে আবেদন করা হল। বুধবার তা নিয়ে নির্দেশ দেবে কোর্ট।
412
রিয়ার জেল হেফাজতের মঙ্গলবারই মেয়াদ ফুরোলো। কিন্তু তাঁকে ছাড়তে নারাজ এনসিবি। কারণ তাঁকে ছাড়ার অর্থ অনেকতেই সতর্ক হয়ে যাবেন।
512
আজ মঙ্গলবার, ঠিক ১৪ দিন আগে এমনই সময় রিয়া চক্রবর্তীর বাড়িতে তোলপাড় হয়েছিল মেয়ের গ্রেফতারের খবর।
612
পর পর তিন দিন জেরার পরই রিয়া চক্রবর্তীকে জেল হেফাজতে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল নার্কোটিস কন্ট্রোল ব্যুরো।
712
এনসিবি-র হস্তক্ষেপে একাধিক নয়া মোড় নেয় এই তদন্ত। প্রথমে মাদক যোগে শৌভিক ও স্যামুয়েলদের ধরে এনে গ্রেফতার করা হয়।
812
এরপর তদন্তের জন্য রিয়া চক্রবর্তীকে পর পর দুদিন জেরার জন্য ডেকে পাঠানো হলেও পাঁচ থেকে ছয় ঘণ্টার পর তাঁকে ছেড়ে দেওয়া হয়।
912
তৃতীয় দিনের দিন আর রিয়ার ফেরা হয়নি। সেদিনই প্রকাশ্যে আনা হয় রিয়ার গ্রেফতারের খবর।
1012
মাদক পাচার থেকে শুরু করে তা থেকে লাভের মুখ দেখা, একাধিক ধারায় রিয়ার কেস সাজানো রয়েছে।
1112
৮সি, ২০ বি, ২২, ২৭এ ও ২৯ ধারায় রিয়া চক্রবর্তীর গ্রেফতার। এই ধারায় যদি দোষী সাবস্ত হন রিয়া তবে হতে পারে ১০ বছরের জেলও।
1212
গ্রেফতারের পরই বেলের জন্য আবেদন করেছিলেন রিয়া চক্রবর্তী। কিন্তু তা তিনি পাননি, এনসিবি-র অধিকর্তাদের মত, রিয়া বাকিদের সতর্ক করে দিতে পারে, যা পরবর্তীতে কেসের জন্য সমস্যা সৃষ্টি করবে।