Published : Aug 30, 2020, 08:54 AM ISTUpdated : Aug 30, 2020, 01:26 PM IST
সুশান্ত সিং রাজপুতের নামের সঙ্গেই জড়ায় ড্রাগ সেবনের একাধিক অভিযোগ। সেই তথ্য সামনে উঠে আসতেই আবারও ভাইরাল রিয়া চক্রবর্তী। একাধিক ড্রাগ সাপ্লাইয়ারের সঙ্গে যোগাযোগ তাঁর। এবার সামনে এলো একবছর আগের চ্যাট। ডোপের খোঁজ করছিলেন রিয়া, বন্ধুদের গ্রুপে ঠিক কী ধরনের কথা চলত, ফাঁস করলেন সুশান্তের দিদি।