Published : Mar 18, 2021, 03:19 PM ISTUpdated : Mar 18, 2021, 04:27 PM IST
সৌন্দর্য-স্টাইল স্টেটমেন্ট এসব এখন অতীত। সারা মুখ পোড়া, তার উপর দগদগে ঘা। হঠাৎ কী হল শ্রীদেবী কন্যার। ভয়ঙ্কর লুক নিয়ে ক্যামেরায় সামনে এসে সবাইকে চমকে দিলেন জাহ্নবী। মাখনের মতো ঝা-চকচকে ত্বক নয়, বরং ঘা-পোড়া মুখ নিয়ে জাহ্নবী দেখে শিউরে উঠেছেন সাইবারবাসী, কিন্তু কেন এমনটা হল অভিনেত্রী, তা জানতেই মুখিয়ে রয়েছে নেটিজেনরা।