নেট দুনিয়ায় যখন বয়কট ভাইজান, চুপিসাড়ে তখনই স্বাস্থ্যকর্মীদের খাদ্য সরবরাহে ব্যস্ত সলমন

সদ্য মুক্তি পেয়েছে সলমন খানের আগামী ছবি রাধে-র ট্রেলার। মুহূর্তে তা ঝড় তোলে ভক্তমহলে। একদিনেই তা ভিউ ছাড়ায় ১৩ মিলিয়ন। অন্যদিকে একইভাবে ট্রেন্ড-এ এদিন উঠে আসে বয়কট সলমনের ডাকও। সোশ্যাল মিডিয়ায় যখন এই হ্যাসট্যাগ ট্রেন্ড, ঠিক তখন কী করছিলেন ভাইজান! 

Jayita Chandra | Published : Apr 23, 2021 1:02 PM
19
নেট দুনিয়ায় যখন বয়কট ভাইজান, চুপিসাড়ে তখনই  স্বাস্থ্যকর্মীদের খাদ্য সরবরাহে ব্যস্ত সলমন

সদ্য মুক্তি পেয়েছে সলমন খানের আগামী ছবি রাধে-র ট্রেলার। অইদেই মুক্তি পাবে এই ছবি। এমনটাই খবর সকলের সঙ্গে শেয়ার করে নেন সলমন খান। 

29

মুহূর্তে ঝড় ওঠে ভক্তমহলে। একের পর এক ফ্যান পেজে শেয়ার হতে থাকে ছবির ট্রেলার। 

39

একদিকে যেমন লাইকের ঝড়, ঠিক তেমনই পাল্লা দিয়ে বাড়তে থাকে ডিসলাইকের ঝড়ও। 

49

সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডে উঠে আসে বয়কট সলমন, কেউ যুক্তি দেখান কেন হিন্দুদের ফেস্টিভ্যাল নয়, কেউ আবার তুলে আনেন সুশান্ত প্রসঙ্গ। 

59

তবে এই সময় ভাইজান কী করছিলেন! ২০২০ সালে করোনার সময় নিজে হাতে একটা গোটা গ্রামের রেশনের দায়িত্ব নিয়ে ছিলেন তিনি। 

69

এবারও এগিয়ে এলেন তিনি করোনা কালে সাহায্যের হাত বাড়াতে। স্বাস্থ্যকর্মীদের সাহায্যের জন্যই এই সিদ্ধান্ত। 

79

তাঁরা সারাক্ষণ ব্যস্ত রয়েছেন সাধারণ মানুষের সেবায়। রাস্তার দোকান বন্ধ, তবে খাচ্ছেন কীভাবে!

89

যুব সেনার নেতা রাহুলের সঙ্গে এই নিয়ে আলোচনা করেন সলমন খান। আর ঠিক তার ২৪ ঘণ্টার মধ্যেই তিনি খাবারের ব্যবস্থা করে গাড়ি রাস্তায় রাস্তায় পাঠিয়ে দেন। 

99

কী আছে এই গাড়িতে- চা, জল, বিস্কুট, সঙ্গে পাওভাজি, পোহা প্রভৃতি। ১৫ মে পর্যন্ত এই পরিষেবা চালু রাখবেন ভাইজান। 

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos