সলমনের সঙ্গে রোম্যান্সে মত্ত দিশা, লোনাভলাতেেই ফ্রেমবন্দি স্লো-মোশন জুটি

Published : Oct 05, 2020, 08:53 PM ISTUpdated : Oct 05, 2020, 08:54 PM IST

সলমন খানের সঙ্গে প্রথম ছবি ভারত। তবে স্লোমশন গানের ওইটুকু অংশই যেন ভাইরাল করেছিল দিশা-সলমন জুটিকে। নতুন আইটেম সং-এ ঝড় তুলেছিলেন এই জুটি। এবার রোম্যান্সে মত্ত দিশা-সলমন। প্রস্তুতি তুঙ্গে...

PREV
18
সলমনের সঙ্গে রোম্যান্সে মত্ত দিশা, লোনাভলাতেেই ফ্রেমবন্দি স্লো-মোশন জুটি

দিশা পাটানি এবার নয়া লুকে ধরা দিতে চলেছেন সলমন খানের বিপরীতে। আদিত্যর বিপরীতে হট সিনে ভাইরাল অভিনেত্রী আবারও রোম্যান্সে। 

28

সলমনের সঙ্গে তাঁর জুটি ইতিমধ্যেই দেখেছে ভক্তরা। ভারত ছবিতে আইটেম ডান্সে তিনি ঝড় তুলেছিলেন ভক্তমহলে। 

38

এবার পালা রাধে-র সেটে। রাধে সলমন খানে বহু প্রতিক্ষীত ছবি। লকডাইনের আগে চলছিল পুরো দমে ছবির কাজ। 

48

এরপর টানা কয়েকমাস বন্ধ ছিল ছবির কাজ। এবার পরিস্থিতি খানিক স্বাভাবিক হতেই শ্যুটিং সেটে ফিরলেন সলমন খান। 

58

আরবাজ খান প্রযোজিত এই ছবিতেই সলমনের বিপরীতে দেখা যাবে দিশাকে। এবার পালা রোম্যান্সের। 

68

টানা তিনদিন ধরে নাচ প্র্যাক্টিসে মত্ত দিশা। পাহাড় কোলে লোলাভনাতেই সারা হবে এই শ্যুট। এরপর আবার সলমন ফিরবেন এনডি স্টুডিওতে। 

78

সেখানেই ছবির শেষ অংশের শ্যুট করা হবে। সলমন খানের এই ছবির অনেকটাই ম্যাহবুব স্টুডিওতে শ্যুট হওয়ার কথা। 

88

তবে মূল গল্প ছকে নেওয়া হয়ে গিয়েছে। এখন কেবল কিছু কাটশর্ট, আর গানের দৃশ্য শ্যুটের জন্য বাকি রয়েছে। 

click me!

Recommended Stories