১৯৯৮ সালে হাম সাত সাত হ্যায় ছবির শ্যুটিং-এ গিয়ে দুই কৃষ্ণসার হরিণকে শিকার করেছিলেন সলমন খান। জয়পুরে শ্যুটিং চলাকালিন ঘটে এই বিপত্তি। যার সাজা হিসেবে পাঁচ বছরের জেল হয়েছিল সলমন খানের। যদিও বর্তমানে তিনি বেলে রয়েছেন।
১৯৯৮ সালে কৃষ্ণসার হরিণ শিকার করেছিলেন সলমন খান। সেই দোষেই তাঁর শাস্তি হয় পাঁচ বছরের।
210
জেলে থাকার দিনগুলো কেমন কেটেছিল সলমন খানের! সেই কথা নিজেই জানিয়ে ছিলেন ভাইজান।
310
২০০৮ সালে এক সাক্ষাৎকারে প্রকাশ্যে জেলের দিনগুলোর কথা জানিয়েছিলেন সলমন খান। তিনি স্টার, কেমন ছিল তাঁর জন্য জেলে ব্যবস্থা!
410
পর পর ছিল দশটা ঘর। দশটা ঘরের একটাই বাথরুম। এটাই ছিল সলমন খানের সব থেকে বেশি চিন্তার বিষয়। একই বাথরুম ব্যবহার করতেন সকলে।
510
দেওয়া হয়েছিল একটাই মগ। তা দিয়েই সব কাজ করতে হল সকলকে। সলমনের ক্ষেত্রে তা আলাদা হয়নি।
610
সকালে ওই মগেই চা পান করা। তারপর তা ধুয়ে নিয়ে তাতেই স্নান সারতে হত। সেটাকে ধুয়ে আবার দুপুরে খেতে হত ডাল ভাত।
710
যদিও এ সব কিছু মধ্যে নিজের শরীরকে ঠিক রাখান জন্য দুবেলা জিম করলেন তিনি। পুশ আপ থেকে শুরু করে সিট আপ, বাদ থাকত না কিছুই।
810
বর্তমানে বেলে রয়েছেন সলমন খান। তবে জেলে কাটানো সেই ভয়াবহ দিনগুলো আজও ভোলেননি তিনি।
910
সলমন খানের শেষ মুক্তি পাওয়া ছবি দাবাং থ্রি, বক্স অফিসে সেভাবে প্রভাব ফেলেনি। এরই মধ্যে একাধিক ছবির শ্যুটিং শুরু হয়ে গিয়েছে।
1010
দেশের পরিস্থিতির কথা মাথায় রেখে সব ছবির শ্যুটিংই স্থগিত করেছেন ভাইজান। বাড়িতে বসেই কাটছে তাঁর সময়।
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।