বাবাকে শেষ দেখাও দেখতে পারলেন না শাহরুখের অনস্ক্রিন মেয়ে, করোনা আটকে দিল সবকিছু

সারা বিশ্বকে গ্রাস করেছে করোনা ভাইরাস। এই করোনার থাবা এবার পড়েছে শাহরুখের অনস্ক্রিন মেয়ের জীবনে। কাছের মানুষের শেষযাত্রা তো দূরেই থাক, শেষবার চোখের দেখার সুযোগও কেড়ে নিয়েছে এই মারণ ভাইরাস করোনা। গত ২২ মার্চ  জনতা কারফিউ-এর দিন নিজের বাবাকে হারান বলি অভিনেত্রী সানা সইদ। লকডাউনের দিন লস অ্যাঞ্জেলসে আটক থাকার  কারণেই নিজের বাবাকে শেষবারের মতোন দেখতেও পারেননি সানা। বর্তমানে এখনও লস অ্যাঞ্জেলেসে রয়েছেন অভিনেত্রী।  সম্প্রতি একটি সাক্ষাৎকারে নিজের সেই ঘটনার কথা জানিয়ে শোকপ্রকাশ করেছেন অভিনেত্রী। ঠিক কী ঘটনার শিকার হয়েছিলেন সানা। জেনে নিন বিশদে। 

Riya Das | Published : Apr 3, 2020 8:39 AM IST
111
বাবাকে শেষ দেখাও দেখতে পারলেন না শাহরুখের অনস্ক্রিন মেয়ে, করোনা আটকে দিল সবকিছু
করোনার কারণেই সকলেই আজ গৃহবন্দি। মুহূর্তের মধ্যে সারা বিশ্বে মহামারির আকার ধারণ করেছে এই রোগ। ঠিক তেমনইকরোনার থাবা এবার পড়েছে শাহরুখের অনস্ক্রিন মেয়ের জীবনে।
211
সম্প্রতি এক সাক্ষাৎকারে সানা জানিয়েছেন, গত ২২ মার্চ জনতা কারফিউ-এর দিনে তার বাবা মারা যান।
311
বাবা দীর্ঘদিন ধরে ডায়াবেটিসের রোগী ছিলেন। কিন্তু বাবা যে এভাবে মারা যাবেন তা এখনও ভাবতে পারছেন না অভিনেত্রী।
411
সানা আরও জানিয়েছেন যেদিন বাবা মারা গেছেন সেদিন একটি ইভেন্টে পারফর্মের জন্য তিনি লস অ্যাঞ্জেলসে ছিলেন। বাবার মৃত্যুর খবর পেয়েও বাবা শেষ দেখা দেখতে পারেননি অভিনেত্রী।
511
বাবার মৃত্যু সংবাদ শোনার পর দেশে ফিরতে চাইলেও ফিরতে পারেননি অভিনেত্রী। কিন্তু লকডাউন আর করোনার জন্য তা আর সম্ভব হয়নি।
611
তবে যে পরিস্থিতিতে তিনি তারা বাবাকে হারিয়েছিলেন সেটা যেমন কষ্টের।ঠিক তেমনই তারা বাবাও কতটা কষ্ট পাচ্ছিলেন সেটাও জানিয়েছেন সানা।
711
সানা শারীরিক ভাবে সেখানে না থাকতে পারলেও তার বোনেরা তাকে সমস্ত রকম আপডেট দিয়ে গেছে।
811
বর্তমানে এখনও লস অ্যাঞ্জেলেসে আটকে রয়েছেন অভিনেত্রী। কবে তিনি দেশে ফিরতে পারবেন সেদিকে আপাতত তাকিয়ে রয়েছেন।
911
এই মুহূর্তে নিজেকে ব্যস্ত রাখতে যোগা এবং অনলাইন বিসনেজ কোর্সে ভর্তি হয়েছেন।
1011
কুছ কুছ হোতা হ্যায় সেই ছোট অঞ্জলি পর্দাতে সকলেরই নজর কেড়েছিল।
1111
সম্প্রতি স্টুডেন্ট অফ দ্য ইয়ার ছবিতেও তিনি অভিনয় করেছেন।
Share this Photo Gallery
click me!

Latest Videos