সারা বিশ্বকে গ্রাস করেছে করোনা ভাইরাস। এই করোনার থাবা এবার পড়েছে শাহরুখের অনস্ক্রিন মেয়ের জীবনে। কাছের মানুষের শেষযাত্রা তো দূরেই থাক, শেষবার চোখের দেখার সুযোগও কেড়ে নিয়েছে এই মারণ ভাইরাস করোনা। গত ২২ মার্চ জনতা কারফিউ-এর দিন নিজের বাবাকে হারান বলি অভিনেত্রী সানা সইদ। লকডাউনের দিন লস অ্যাঞ্জেলসে আটক থাকার কারণেই নিজের বাবাকে শেষবারের মতোন দেখতেও পারেননি সানা। বর্তমানে এখনও লস অ্যাঞ্জেলেসে রয়েছেন অভিনেত্রী। সম্প্রতি একটি সাক্ষাৎকারে নিজের সেই ঘটনার কথা জানিয়ে শোকপ্রকাশ করেছেন অভিনেত্রী। ঠিক কী ঘটনার শিকার হয়েছিলেন সানা। জেনে নিন বিশদে।