এ কী হাল সঞ্জয় দত্তের, ক্যান্সারে আক্রান্ত হওয়ার পর প্রকাশ্যে আসা ছবি ভাইরাল

সঞ্জয় দত্তের এ কি লুক, কী ছিলেন, রোগের কবলে পড়ে এ কী হলেন সঞ্জয় দত্ত। এক কথায় বলতে গেলে তাঁকে দেখে ভেঙে পড়ল ভক্তকূল। কয়েকদিন আগেই কী চেহারা ছিল, মাস খানের মধ্যেই এই অবস্থা! 

Jayita Chandra | Published : Oct 5, 2020 10:13 AM IST / Updated: Oct 05 2020, 03:45 PM IST
19
এ কী হাল সঞ্জয় দত্তের, ক্যান্সারে আক্রান্ত হওয়ার পর প্রকাশ্যে আসা ছবি ভাইরাল

সঞ্জয় দত্তের লুক এক কথায় মেনে নেওয়ার নয। কয়েকমাস আগেও এই মানুষটাই এক বুক স্বপ্ন নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। 

29

শেষ করা ছবি সড়ক ২-তেও দেখা গিয়েছে তাঁকে চেনা লুকে চেনা ছকে। সেই এক গলা, এক চেহারার আদল। 

39

সকলের চেনা সঞ্জয় দত্ত। এখন হয়তো পাশ দিয়ে চলে গেলেও অনেকে চিনতে পারবেন না অভিনেতাকে। এমনই চেহারার হাল। 

49

কয়েক সপ্তাহ আগের কথা, হঠাৎই একদিন রাতে খবর আসে  শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন সঞ্জয় দত্ত। পরে প্রকাশ্যে আসে ক্যান্সারের খবর। 

59

সকলেই উদ্বেগ প্রকাশ করেছিলেন। তখনও দাপটের সঙ্গে সঞ্জয় দত্ত হাত নেড়ে সকলের সামনে দিয়ে হাসপাতালে গিয়েছিলেন।

69

भले ही संजय लंग्स कैंसर से जूझ रहे हैं लेकिन उन्होंने इस बीमारी को अपने काम के आड़े नहीं आने दिया। वह इलाज के साथ-साथ अपनी नई फिल्म शमशेरा की शूटिंग पर भी फोकस कर रहे हैं। हालांकि, मेकर्स चाहते है कि पहले वे पूरी तरह से ठीक हो जाएं फिर काम पर लौटें।

79

এরপর একে একে বিদেশে চিকিৎসা করার পরিকল্পনার খবর সামনে আসে। কখনও তা ব্যর্থ হয়, কখনও আবার স্থানীয় ডাক্তারের পরামর্শে চলতে থাকে চিকিৎসা। 

89

কিন্তু এবার যে ছবি সামনে এলো তা দেখে চমকে গেলেন সকলে। গাল ভেঙেছে, ভেঙেছে শরীর, জীর্ণ লুক, এ কী হাল হয়েছে অভিনেতার!

99

ক্যান্সারের থাবায়, বদলে গেল সঞ্জয়ের চেনা ছবি। ছবি প্রকাশ্যে আসতেই ভাইরাল তা ভক্তদের হাতে হাতে। 

Share this Photo Gallery
click me!

Latest Videos