'মোমোর মতো গর্ভে জড়িয়েছিল কন্যা সাফো', পায়ের ছাপ শেয়ার করে জানালেন কল্কি

সদ্যই মা হয়েছেন বলি অভিনেত্রী কল্কি কোয়েচলিন। কন্যা সন্তান হয়েছে বলেই সূত্র থেকে জানা গেছে।  বর্তমানে মা ও সন্তান দুজনেই সুস্থ রয়েছে। 'ওয়াটার বার্থিং' পদ্ধতিতে  সন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী। সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম পোস্টে একটি পায়েরহ ছবি শেয়ার করেছেন অভিনেত্রী। এবং ছবিতে এই ৯ মাসের জার্নির কথা খুব সুন্দর ভাবে তুলে ধরেছেন। সেই সঙ্গে মেয়ের নামও জানিয়েছেন অভিনেত্রী। আদর করে মেয়ের নাম রেখেছেন সাফো।

Riya Das | Published : Feb 10, 2020 9:59 AM IST / Updated: Feb 10 2020, 03:33 PM IST
112
'মোমোর মতো গর্ভে জড়িয়েছিল কন্যা সাফো', পায়ের ছাপ শেয়ার করে জানালেন কল্কি
নিজের সোশ্যাল মিডিয়ায় মেয়ের পায়ের ছাপ শেয়ার করেছেন অভিনেত্রী কল্কি কোয়েচলিন।
212
এই ৯ মাসের জার্নির কথা খুব সুন্দর ভাবে তুলে ধরেছেন ছবিতে।
312
পায়ের ছাপের সঙ্গে মেয়ের নামও জানিয়েছেন কল্কি। সদ্যোজাত কন্যার নাম রেখেছেন সাফো।
412
প্রাচীন গ্রিসের একজন জনপ্রিয় মহিলা কবির নাম ছিল সাফো।
512
অনেকদিন আগে থেকেই সন্তানের নাম ঠিক করে রেখে ছিলেন গাই ও কল্কি।
612
পরিচালক অনুরাগ কাশ্যপের সঙ্গে বিচ্ছেদের পর থেকেই নতুন করে আর সংসারমুখী হননি কল্কি। বিয়ে নিয়ে বিন্দুমাত্র আগ্রহ নেই বলি অভিনেত্রী কল্কি কোয়েচলিনের।
712
বাচ্চা ছেলে হোক বা মেয়ে উভয়ের জন্যই এই নাম বেছে রেখেছিলেন অভিনেত্রী।
812
বি-টাউনে স্পষ্টবাদীর তকমাও রয়েছে তার। এহেন কোনও বিষয়ে খুব একটা কর্ণপাত করেন না অভিনেত্রী। সংসার না করলেও সমালোচনা যেন তার পিছু ছাড়ছে না।
912
অবশেষে সমস্ত সমালোচনার ইতি টেনে সবাইকে চোখে আঙুল দিয়ে মাতৃত্ব উপভোগ করছেন অভিনেত্রী কল্কি।
1012
গাই হার্শবার্গের সঙ্গে ২ বছর ধরে প্রেমের সম্পর্ক রয়েছে অভিনেত্রীর। বিয়ে না করেও মাতৃত্বের পুরো স্বাদটাই তিনি বেশ আনন্দের সঙ্গেই উপভোগ করেছেন।
1112
নিজেদের সম্পর্কের প্রতি তাদের বিশ্বাস রয়েছে। পরিবারের সকলেই মেনে নিয়েছে তাদের সম্পর্ক। তবে এখনই বিয়ে নিয়ে তারা কোনও সিদ্ধান্ত নেননি।
1212
একের পর এক ফোটোশ্যুটেও সোশ্যাল মিডিয়ায় নজর কেড়েছেন কল্কি।
Share this Photo Gallery
click me!

Latest Videos