পরিচয় গোপন করে সুশান্তের সঙ্গে থাইল্যান্ড ঘোরেন সারা, কীভাবে ভুয়ো নামে বিদেশ ঘুরলেন সইফ কন্যা

Published : Sep 01, 2020, 09:48 PM ISTUpdated : Sep 01, 2020, 09:53 PM IST

সুশান্ত সিং রাজপুতের বয়েজ ট্রিপ কেবল পুরুষদের নিয়ে যে ছিল নাতা এখন প্রকাশ্যে। ব্যাংককে সুশান্তের সাতজন বন্ধু ছাড়াও গিয়েছিলেন সারা আলি খানও। এ কথা সম্প্রতি চাউর হয়েছে সংবাদমাধ্যমে। এবং এই ভয় ভয় ছিলেন সারা আলি খান। যার জেরে নিজের নামও বদলে ফেলেছিলেন সারা। নাম বদলে, পরিচয় গোপন করে গিয়েছিলেন থাইল্যান্ড। নাম বদলে কীভাবে বিদেশে গিয়ে ঘুরে এলেন সারা। উঠছে প্রশ্ন।

PREV
19
পরিচয় গোপন করে সুশান্তের সঙ্গে থাইল্যান্ড ঘোরেন সারা, কীভাবে ভুয়ো নামে বিদেশ ঘুরলেন সইফ কন্যা

সুশান্ত এবং সারার সঙ্গে এই ট্রিপে ছিলেন সিদ্ধার্থ গুপ্তা, কুশাল জনক জাভেরি, আব্বাস, মুস্তাক, আহমেদ শেইখ মুবারক এবং সাবির আহমেদ। 

29

২০১৮ সালের ডিসেম্বর নাগাদ হওয়া এই ট্রিপের ফ্লাইট ডিটেলস প্রকাশ্যে আসতেই উঠে এল নানা তথ্য। 

39

২০১৮ সালের ডিসেম্বর নাগাদ হওয়া এই ট্রিপের ফ্লাইট ডিটেলস প্রকাশ্যে আসতেই উঠে এল নানা তথ্য। 

49

সারা আলি খান বদলে ফেলেছিলেন নিজের নাম। পরিচয় বদলে কীভাবে ভিনদেশে গেলেন সারা। 

59

এই নিয়ে থেকে যাচ্ছে সন্দেহ। আর কেনই বা নাম বদলে গেলেন তিনি। সাবি আহমেদের কথায়, সারা ট্রিপটি গোপন করতে চেয়েছিলেন। 

69

যার জেরে নিজের নাম বদলে ফেলেন ফ্লাইট ডিটেলসে। এমনকি হোটেল থেকে শুরু করে প্রতিটি জায়গায় নিজের নাম বদলেছেন। 

79

সারা সুলতান নামেই সুশান্তের সঙ্গে থাইল্যান্ড ঘোরেন তিনি। সারা চাননি খবরটি প্রকাশ্যে আসুক। 

89

সূত্রের খবর, সংবাদমাধ্যমের কাছে তাঁর এবং সুশান্তের সম্পর্কের কথা পৌঁছক, চাননি সারা। এই ট্রিপের পরই তাঁদের সম্পর্কে ভাঙন ধরে বলে জানা যায়। 

99

সম্প্রতি জানা গিয়েছে, হোটেলরুম থেকে তিন দিন টানা বেরননি তাঁরা। এমনকি সুনামির সতর্কতার জেরে বাকিরা থাইল্যান্ড থেকে তড়িঘড়ি ফিরে গেলেও সুশান্ত-সারা আরও কয়েকদিন রয়ে যান। 

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories