রিকশাচালক যদি হয় সারা তাহলে প্যাসেঞ্জারদের কি হবে ভেবেছেন, না দেখলেই মিস

'গার্ল টু দ্য নেক্সট ডোর'-এর ইমেজ ঝেড়ে তিনি এখন 'হট সেনসেশন'। একের পর এক ছবি দিয়ে রাতারাতি নেটদুনিয়ার হট সেনসেশন হয়ে উঠেছেন পতৌদির নাতনি সারা আলি খান। বাবা, দাদুর পরিচয়ে নয়, সম্পূর্ণ নিজের দক্ষতায় নিজের আসন পাকিয়ে নিয়েছেন নবাবকন্যা। যদিও এই প্রথম নয়, মাঝে মধ্যেই সারা নিজের বিভিন্ন পুরোনো দিনের ছবি শেয়ার করে সোশ্যাল মিডিয়ায়। সম্প্রতি আবারও একটি ছবি শেয়ার করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছেন সারা আলি খান। তবে এ ছবিটা যেন সবকিছুর থেকে একদম অন্যরকম। এবার সারাকে দেখা গেছে রিকশা চালাতে। আর সারা যদি রিকশা চালক হন, তাহলে প্যাসেঞ্জারের কী অবস্থা হবে ভাবতে পারছেন তো। দেখে নিন সারার ছবিগুলি।
 

Riya Das | Published : Feb 22, 2020 9:57 AM IST
110
রিকশাচালক যদি হয় সারা তাহলে প্যাসেঞ্জারদের কি হবে ভেবেছেন, না দেখলেই মিস
সদ্যই মুক্তি পেয়েছে 'লাভ আজ কাল ২'। বক্সঅফিসে সাড়া না ফেললেও তিনি বেশ খোশমেজাজেই আছেন। কার্তিকের কোলের উপর উঠে চুম্বন দৃশ্যে নজর কেড়েছে পতৌদির নাতনি সারা আলি খান।
210
পরিবারের সঙ্গে গোয়ায় একান্ত সময় কাটাচ্ছেন সারা। ভ্রমনের সঙ্গী মা অমৃতা ও ভাই ইব্রাহিম।
310
সম্প্রতি সারার একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। একদম বিন্দাস মুডে দেখা গিয়েছে অভিনেত্রীকে।
410
ছবিটিতে সারাকে রিকশা চালাতে দেখা গেছে। আর যাত্রীর আসনে রয়েছেন ইব্রাহিম।
510
মা এবং ভাইয়ের সঙ্গে ছবিতে পোজ দিয়েছেন সারা।
610
ভাই বোনের এই ছবি নজর কেড়েছে নেটিজেনদের। মুহূর্তের মধ্যে লাইকের সংখ্যা বেড়েই চলেছে।
710
সারা আলি খান ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতেও ভীষণ জনপ্রিয়।
810
ইনস্টাগ্রামেও তার ফলোয়ার সংখ্যা ১৮.৭ মিলিয়ন।
910
সময় পেলেই পরিবারের সঙ্গে সময় কাটাতে চলে যান সারা। কিছুদিন আগেও মলদ্বীপেও মা এবং ভাইকে নিয়ে বেড়াতে গিয়েছিলেন সারা।
1010
বলিউড অভিনেতা-অভিনেত্রীদের পাশাপাশি স্টারকিডদের নিয়েও নেটিজেনদের প্রবল আগ্রহ রয়েছে। সেই তালিকায় সবার আগে রয়েছে সারা আলি খান।
Share this Photo Gallery
click me!

Latest Videos