সারার এই স্যুইমিং স্যুটের দামে হয়ে যাবে একটি এলাহি ট্রিপ, দাম দেখে চোখ কপালে নেটিজেনদের

বলিউডের হটস্টার এখন সারা আলি খান। নিজের লুক ও হটনেসের যাদুতে কাবু করে রেখেছেন ভক্তমহলকে। সোশ্যাল মিডিয়ায় বরাবরই অ্যাক্টিভ সারা, আর সেখানেই নিত্য নতুন ছবি পোস্ট করে থাকেন তিনি। যা মুহূর্তে নজর কাড়ে সকলের, তবে এবার নজরে সারা নয়, সারার পোশাক। 

Jayita Chandra | Published : Jan 24, 2021 6:31 AM IST / Updated: Jan 24 2021, 01:35 PM IST
18
সারার এই স্যুইমিং স্যুটের দামে হয়ে যাবে একটি এলাহি ট্রিপ, দাম দেখে চোখ কপালে নেটিজেনদের

সারা আলি খান, প্রতিবছরই একটা করে ট্রিপ করে থাকেন ভাই ও মা অমৃতার সঙ্গে। সমুদ্র সৈকত থেকে একাধিক ছবি শেয়ারও করেন ভক্তদের জন্য। 

28

এবারও তার ব্যতিক্রম হল না। সারা আলি খান এবার শেয়ার করলেন তাঁর ছবি একাধিক পোজে হট লুকে। কখনও বিকিনি লুক, কখনও আবার স্যুইমিং কস্টিউম। 

38

প্রতিটা ফ্রেমেই যেন পার্ফেক্ট সারার জন্য। সূর্যোদয় থেকে সূর্যাস্ত হালকা আলোর খেলাতেই যেন ফ্রেমে ঝড় তুলছেন সারা, পরণে প্রিন্টেড সুইমিং শ্যুট। 

48

এই সুইমিং স্যুট পরে ছবি শেয়ার করতেই তাক লাগল নেটবাসীদের। এই পোশাকের দাম কত! 

 

58

৫১ হাজার টাকা দামের এই সুইমিং স্যুটের দামে হয়ে যেতে পারে একটি আস্ত ট্রিপ। মলদ্বীপে ঘুরতে গিয়ে সেই টাকার একটি পোশাক পড়লেন মাত্র সারা। 

68

এর আগেও একইভাবে দামী পোশাক পরে ভাইরাল হয়ে উঠেছিলে সারা আলি খান একাধিকবার। 

78

সম্প্রতি মুক্তি পেয়েছে সারার চতুর্থ ছবি। সেখানেও হট পোজে ভাইরা হয়ে ওঠে সইফ কন্যা। তৃতীয় ছবিতেই প্রমাণ করেছেন তাঁর সাহসীকতা। 

88

বাংলা-নির্বাচন-স্টোরি-ক্রিয়েটিভস
 

Share this Photo Gallery
click me!

Latest Videos