Published : Jan 24, 2021, 12:01 PM ISTUpdated : Jan 24, 2021, 01:35 PM IST
বলিউডের হটস্টার এখন সারা আলি খান। নিজের লুক ও হটনেসের যাদুতে কাবু করে রেখেছেন ভক্তমহলকে। সোশ্যাল মিডিয়ায় বরাবরই অ্যাক্টিভ সারা, আর সেখানেই নিত্য নতুন ছবি পোস্ট করে থাকেন তিনি। যা মুহূর্তে নজর কাড়ে সকলের, তবে এবার নজরে সারা নয়, সারার পোশাক।