সারার এই স্যুইমিং স্যুটের দামে হয়ে যাবে একটি এলাহি ট্রিপ, দাম দেখে চোখ কপালে নেটিজেনদের
বলিউডের হটস্টার এখন সারা আলি খান। নিজের লুক ও হটনেসের যাদুতে কাবু করে রেখেছেন ভক্তমহলকে। সোশ্যাল মিডিয়ায় বরাবরই অ্যাক্টিভ সারা, আর সেখানেই নিত্য নতুন ছবি পোস্ট করে থাকেন তিনি। যা মুহূর্তে নজর কাড়ে সকলের, তবে এবার নজরে সারা নয়, সারার পোশাক।
Jayita Chandra | Published : Jan 24, 2021 12:01 PM / Updated: Jan 24 2021, 01:35 PM IST
সারা আলি খান, প্রতিবছরই একটা করে ট্রিপ করে থাকেন ভাই ও মা অমৃতার সঙ্গে। সমুদ্র সৈকত থেকে একাধিক ছবি শেয়ারও করেন ভক্তদের জন্য।
এবারও তার ব্যতিক্রম হল না। সারা আলি খান এবার শেয়ার করলেন তাঁর ছবি একাধিক পোজে হট লুকে। কখনও বিকিনি লুক, কখনও আবার স্যুইমিং কস্টিউম।