Published : Jan 24, 2021, 12:01 PM ISTUpdated : Jan 24, 2021, 01:35 PM IST
বলিউডের হটস্টার এখন সারা আলি খান। নিজের লুক ও হটনেসের যাদুতে কাবু করে রেখেছেন ভক্তমহলকে। সোশ্যাল মিডিয়ায় বরাবরই অ্যাক্টিভ সারা, আর সেখানেই নিত্য নতুন ছবি পোস্ট করে থাকেন তিনি। যা মুহূর্তে নজর কাড়ে সকলের, তবে এবার নজরে সারা নয়, সারার পোশাক।
এই সুইমিং স্যুট পরে ছবি শেয়ার করতেই তাক লাগল নেটবাসীদের। এই পোশাকের দাম কত!
58
৫১ হাজার টাকা দামের এই সুইমিং স্যুটের দামে হয়ে যেতে পারে একটি আস্ত ট্রিপ। মলদ্বীপে ঘুরতে গিয়ে সেই টাকার একটি পোশাক পড়লেন মাত্র সারা।
68
এর আগেও একইভাবে দামী পোশাক পরে ভাইরাল হয়ে উঠেছিলে সারা আলি খান একাধিকবার।
78
সম্প্রতি মুক্তি পেয়েছে সারার চতুর্থ ছবি। সেখানেও হট পোজে ভাইরা হয়ে ওঠে সইফ কন্যা। তৃতীয় ছবিতেই প্রমাণ করেছেন তাঁর সাহসীকতা।
88
বাংলা-নির্বাচন-স্টোরি-ক্রিয়েটিভস
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।