Published : Apr 27, 2020, 10:06 AM ISTUpdated : Apr 27, 2020, 10:14 AM IST
তারকাদের ছোট বেলার গল্প, পর্দার পেছনের গল্প, স্কুল জীবনে খুনসুটির গল্প, এগুলোর প্রতি ভক্তদের কৌতুহল এই প্রথম নয়। তবে এই নিয়ে কৌতুহলের মাত্রা যে লকডাউন আরও একটু বাড়িয়ে তুলেছে তা আর বলার অপেক্ষা রাখে না। অধিকাংশ মানুষের হাতেই রয়েছে অনেকটা সময়। তাই প্রিয় তারকাদের নিয়ে প্রশ্নও জাগছে অনেক। আর সেই বিষয় বলিউডও ওয়াকিবহল। তাই অহরহ পোস্ট করছেন পুরো দিনের ছবি। কেমন ছিল তাঁদের স্কুল জীবনের লুক, লকডাউনে এখন সেই ছবি ভাইরাল নেট দুনিয়ায়।