শাহরুখ, অক্ষয় থেকে দীপিকা, স্কুল জীবনের ছবিতেই এখন বুঁদ নেট-দুনিয়া

তারকাদের ছোট বেলার গল্প, পর্দার পেছনের গল্প, স্কুল জীবনে খুনসুটির গল্প, এগুলোর প্রতি ভক্তদের কৌতুহল এই প্রথম নয়। তবে এই নিয়ে কৌতুহলের মাত্রা যে লকডাউন আরও একটু বাড়িয়ে তুলেছে তা আর বলার অপেক্ষা রাখে না। অধিকাংশ মানুষের হাতেই রয়েছে অনেকটা সময়। তাই প্রিয় তারকাদের নিয়ে প্রশ্নও জাগছে অনেক। আর সেই বিষয় বলিউডও ওয়াকিবহল। তাই অহরহ পোস্ট করছেন পুরো দিনের ছবি। কেমন ছিল তাঁদের স্কুল জীবনের লুক, লকডাউনে এখন সেই ছবি ভাইরাল নেট দুনিয়ায়। 

Jayita Chandra | Published : Apr 27, 2020 10:06 AM / Updated: Apr 27 2020, 10:14 AM IST
111
শাহরুখ, অক্ষয় থেকে দীপিকা, স্কুল জীবনের ছবিতেই এখন বুঁদ নেট-দুনিয়া

স্কুল ইনিফর্মে বলিউড অভিনেত্রী উর্বশী রাউটেলা। বন্ধুদের সঙ্গে তোলা এই ছবি এখন ভাইরাল নেট দুনিয়ায়। 

211

স্কুল ইউনিফর্মে ছোট্ট ইয়ামি গৌতমী। ছোট থেকেই যে তিনি পোজ দিতে ওস্তাদ, তা প্রমাণ করে এই ছবি। 

311

শিল্পা শেট্টি, বন্ধুদের সঙ্গে স্কুলের এক বিশেষে অনুষ্ঠানে। বন্ধুকে জড়িয়ে ধরে পোজ দিয়ে ছবি তুলেছিলেন তিনি।

411

পরিণীতি চোপড়া, স্কুলের এক অনুষ্ঠানে তোলা এই ছবি। বর্তমানে তা ভাইরাল নেট দুনিয়ায়। 

511

দিশা পাটানির স্কুলের ছবি। স্কুলেও তিনি এগিয়ে ছিলেন বিভিন্ন বিষয়, নাচের জন্য ছিল তাঁর বিশেষ খাতির। 

611

শাহরুখ খান লেখা পড়াতে খুব একটা ভালো ছিলেন না। দুষ্টুমির জন্য তাঁকে আজও মনে রেখেন বন্ধুরা, জানান কিং খান। 

711

রণবীর কাপুর। স্কুলে বন্ধুদের সঙ্গে জন্মদিন সেলিব্রেশন করার ছবি। বর্তমানে তা নেট দুনিয়ায় ভাইরাল। 

811

রণবীর সিং, লেখাপড়াটা তাঁর ভালোই লাগত। সেই কারণেই তাঁর সুনামও ছিল খুব। স্কুলে বন্ধুর সঙ্গে তোলা ছবি। 

911

অক্ষয় কুমার, প্রথম থেকেই তিনি নিজের লেখাপড়ার বিষয়টা নজর দেওয়া পছন্দ করতে না। অল্প পড়েই বাজিমাত করতে খিলারি। 

1011

সলমন খানের স্কুল জীবনের ছবি। ছোট থেকেই ডিসিপ্লিনেই রাখা হত সলমনকে। তাই স্কুলে তাঁর খুব একটা বদনাম ছিল না কখনই। 

1111

প্রিয়ঙ্কা চোপড়া স্কুলে মনিটর ছিলেন। ছোট থেকেই প্রিয়ঙ্কার লিডারস্পিপে ছিল বিস্তর দক্ষতা। 

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos