১৯৯০ সালে ২ মার্চ জন্মেছিলেন জ্যাকি ও আয়শা শ্রফ পুত্র টাইগার। বলিউডে পা রাখা হিরোপন্তি ছবি দিয়ে। জানেন কি, কেরিয়ার শুরুর সময় নিজের নাম পরিবর্তন করেছিলেন টাইগার। ছোট বেলায় তাঁর নাকি কামড়ে দেওয়ার স্বভাব ছিল। তিনি বন্ধু-বান্ধব ও শিক্ষকদের কামড়ে দিতেন। সেই থেকেই সকলে তাকে বাঘের সঙ্গে তুলনা করত। তাই কেরিয়ার শুরু সময় তিনি সেই টাইগার নামটি বেছে নেন।