অবশেষে মিটল জল্পনা, শাহরুখ ভক্তদের জন্য আসতে চলেছে সুসংবাদ, সেটে ফিরছেন কিং খান

Published : Jul 24, 2020, 12:31 PM IST

জিরো ছবির পর থেকে শাহরুখ খানকে পর্দায় আর পাওয়া যায়নি। এই ছবিতে শাহরুখ খানকে দেখা যায় ক্যাটরিনা ও অনুষ্কার সঙ্গে জুটি বাঁধতে। যদিও এই ছবি বক্স অফিসে মুখ থুবরে পড়ে। তবে সেই ছিল, শাবরুখ জিরোর পর বেশ কয়েকদিন থেমেছিলেন। কিন্তু ভক্তদের মনে ছিল একটাই প্রশ্ন, কবে আপার পর্দায় ফিরবেন রোম্যান্সের কিং... এবার তাঁদের জন্যই রইল সুখবর। 

PREV
18
অবশেষে মিটল জল্পনা, শাহরুখ ভক্তদের জন্য আসতে চলেছে সুসংবাদ, সেটে ফিরছেন কিং খান

জিরো মুক্তির পর প্রায় দেড় বছর অতিক্রান্ত, তবুও কিং খান কোনও নতুন ছবির খবর প্রকাশ্যে আনেননি। পরিবার নিয়েই কাটাচ্ছিলেন সময়। 

28

তবে এবার সেই অপেক্ষায় অবসান ঘটতে চলেছে। গত দেড় বছরে শাহরুখ খানের ছবি করা নিয়ে একাধিক জল্পনা রটেছে নেটদুনিয়ায়। 

38

প্রতিবারই শাহরুখ খান জানিয়েছিলেন তা ভুঁয়ো, ভক্তরা যেন তা বিশ্বাস না করেন। তবে মাঝে মধ্যেই দেখা যেত শাহরুখকে রাজকুমার হিরানির সঙ্গে কথা বলতে।

48

সূত্রের খবর অনুযায়ী রাজকুমার হিরানির ছবি শ্যুট করার কথা ছিল বিদেশে, কানাডায়। বর্তমান পরিস্থিতিতে তা সম্ভব নয়। 

58

তাই পরবর্তী প্রজেক্টে এবার হাত দিতে চলেছেন শাহরুখ খান। যশরাজ ফিল্মের সঙ্গে কাজ করতে চলেছেন তিনি। 

68

২৭ সেপ্টেম্বর প্রকাশ্যে আসতে পারে সেই ছবির বিস্তারিত খবর, ওই দিন যশ চোপড়ার জন্মদিন। ছবির বিষয় বস্তু অ্যাকশন ড্রামা।

78

এই ছবির পরিচালনাতে থাকবেন সিদ্ধার্থ আনন্দ। এই ছবির কাজই শুরু হবে আগে। তবে ছবিতে থাকতেপারে আরও এক চমক। 

88

শাহরুখ খানের বিপরীতে দেখা যেতে পারে দীপিকা পাড়ুকোনকে। শাহরুখ খানের সঙ্গে দীর্ঘ সাত বছর পর জুটি বাঁধতে চলেছেন অভিনেত্রী, যদিও এখনই স্পষ্ট খবর সামনে আসেনি। 

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories