ভালোবাসার সপ্তাহে সেলেব লাভস্টোরি, শাহরুখ-গৌরীর বিয়ের আগে ডেটিং-এর দশ রহস্য

Published : Feb 10, 2021, 11:35 AM IST

রোম্যান্সের কিং খান বলে কথা। একের পর এক তারকাদের লাভ স্টোরি নিয়ে যখন চর্চায় মশগুল নেটমহল, তখন কিং খান ভক্তদের নজরে এখনও শাহরুখ-গৌরী প্রেম কাহিনির নস্টালজিয়া। বিয়ের আগে একাধিক ঝড় সম্পর্কে, কীভাবে ধাপে ধাপে মনের মানুষকে রাজি করিয়েছিলেন শাহরুখ! 

PREV
111
ভালোবাসার সপ্তাহে সেলেব লাভস্টোরি, শাহরুখ-গৌরীর বিয়ের আগে ডেটিং-এর দশ রহস্য

শাহরুখের যখন গৌরীকে পছন্দ হয়, গৌরী তখন ছিলেন মাত্র ১৪ বছরের। তবে একটা ফোন নম্বর চাইতে কিং খানকে দেখা করছে হয়েছিল তিনবার। 

211

প্রথম ডেটিং তাঁদের ২৫ অক্টোবর, ১৯৮৪ সালে। মাত্র পাঁচ মিনিটের ডেটিং ছিল। কারণ কিং খান ভীষণ লাজুক ছিলেন। 

311

প্রথম গৌরীর বাড়ি থেকে যখন ডাক আসে শাহরুখ বেজায় আনন্দ পেয়েছিলেন। কারণ তাঁর নিজের পক্ষে সেখানে উপস্থিত হওয়া সম্ভব ছিল না। 

411

মাঝে মধ্যেই তারা দেখা করতে শুরু করেন। পার্টি ছাড়াও তাঁরা প্রেম করতে বেরতেন, আর পছন্দের জায়গা ছিল দিল্লির জেএনইউ। 

511

সব সম্পর্কের মত তাঁদের মাঝেও শুরু হয় অশান্তি। শাহরুখ ছিলেন ভীষণ পজেসিভ। তাই একটা সময় গৌরীর জীবন নরক হয়ে ওঠে। 

611

একটা সময় শাহরুখকে ছেড়ে চলে যান গৌরী। পকেটে ১০ হাজার টাকা নিয়ে গৌরীকে খুঁজতে বেরিয়ে পড়েন কিং খান। অবশেষে দেখা মেলে গড়াই বিচে। 

711

তিনি অনুভব করেন, গৌরীকে ছাড়া থাকা সম্ভবপর নয়। তখনই বিয়ের সিদ্ধান্ত নেয়। শুরু হয় নতুন অশান্তি, পরিবার বেঁকে বসে তাঁদের ধর্মের কারণে। 

811

এক বন্ধুর মারফত গৌরীর বাবা জানতে পারে শাহরুখের ধর্ম কি, মুহূর্তে শাহরুখ খানকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলেন তিনি। 
 

911

হাজার বোঝানোর পর অবশেষে সবাই রাজি হয় এবং এই জুটি বিয়ের পিঁড়িতে বসে। তখন মুক্তি পায় রাজু বানগ্যায়া জেন্টাল ম্যান। 

1011

তাঁদের বিয়ে পিছিয়ে দিতে চেয়েছিলেন চমৎকার পরিচালক। কিন্তু শাহরুখ ছিলেন না রাজি। তিনি সাফ না জানিয়ে গিয়েছিলেন এই বিষয়। 

1111

সামনেই বাংলায় বিধানসভা ভোটের দিনক্ষণ ঘোষণা, ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ভোট নিয়ে রাজনেতিক দলগুলির প্রচার, তাই ভোটের সব খবর পেতে অবশ্যই ক্লিক করুন এশিয়ানেট নিউজ বাংলা।

click me!

Recommended Stories