'বয়কট খানস' ট্রেন্ডে ক্ষুব্ধ শাহরুখ ভক্তরা, নিজ ক্ষমতায় ইন্ডাস্ট্রিতে টিকেছেন বাদশাহ, দাবি অনুরাগীদের

Published : Jun 23, 2020, 03:05 PM IST

ছোট থেকেই সুপারস্টার হওয়ার স্বপ্ন ছিল না সুশান্ত সিং রাজপুতের। যেদিন পড়ার বই থেকে নজর ঘুরেছিল রোম্যান্সে মজে শাহরুখ খানের দিকে, সেদিনই নিজের ভাগ্য বদলানোর কথা ভেবে ফেলেছিলেন সুশান্ত। শাহরুখের অন্ধভক্তের চেয়ে কোনও অংশ কম কিছু ছিলেন না সুশান্ত। আজ সেই সুশান্তের মৃত্যুর পরই দোষারোপ করা হচ্ছে তাঁর আইডল শাহরুখ খানকে। শাহরুখের প্রযোজনা সংস্থা রেড চিলিজ এন্টারটেনমেন্টও নাকি ব্যান করেছিল সুশান্তকে। যদিও এ বিষয় কোনও নিশ্চিত রিপোর্ট পাওয়া যায়নি। 

PREV
110
'বয়কট খানস' ট্রেন্ডে ক্ষুব্ধ শাহরুখ ভক্তরা, নিজ ক্ষমতায় ইন্ডাস্ট্রিতে টিকেছেন বাদশাহ, দাবি অনুরাগীদের

তাতেই ক্ষুব্ধ হয়েছে শাহরুখ ভক্তরা। ট্যুইটারে 'বয়কট খানস' হ্যাশট্যাগ ট্রেন্ড করতেই নিন্দুকদের রোষে পড়েছে সলমন খান, শাহরুখ খান এবং আমির খান। 

210

তাঁদের ব্যান করার আর্জি জানাচ্ছে সুশান্তের ভক্তরা। সলমন খানের প্রযোজনা সংস্থা সুশান্তকে ব্যান করেছে বলে সলমনের ভক্তরা তাঁর থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। 

310

অন্যদিকে শাহরুখের প্রযোজনা সংস্থা সুশান্তকে ব্যান করেছিল কিনা, সে বিষয় কোনও নিশ্চিত খবর পাওয়া যায়নি বলে, শাহরুখকে বয়কট করার দাবি মানছে না ভক্তরা।

410

তাদের কথায়, সলমন খান নিজের বাবা সেলিম খানের জনপ্রিয়তার কারণে বলিউডে পা রেখেছিলেন। সেখান থেকেই তিনি নানা বাণিজ্যিক ছবিতে অন্যান্য যোগ্য অভিনেতাদের বদলে নিজের জায়গা করে নিয়েছেন। 

510

স্বজনপোষণের সুযোগ নিয়ে সলমন খানও জনপ্রিয়তা পেয়েছেন। শাহরুখ ভক্তদের কথায়, সলমনের বিরুদ্ধে প্রতিবাদ যথাযথ, তবে শাহরুখের বিরুদ্ধে প্রতিবাদ করার কোনও অর্থ নেই। 

610

অন্যদিকে আমির খানের বিষয়ও স্বজনপোষণ টেনে এনেছে এসআরকে ভক্তরা। আমির খানের বাবা তাহির হুসেন একজন ভারতীয় চলচ্চিত্র প্রযোজক। তাঁর সুবাদে ইন্ডাস্ট্রিতে হিরো হিসেবে পদার্পণ করেন আমির। 

710

এমনকি আমিরের ঝ্যাঠামশাই নাসির হুসেন ছিলেন প্রযোজক তথা পরিচালক। তবে শাহরুখের পরিবারের কোনও সদস্যই কখনও ফিল্মি জগতের সঙ্গে সম্পর্কিত ছিলেন না। 

810

শাহরুখ বলিউডে দাঁড়িয়েছেন নিজের ক্ষমতায়। কিং অফ দ্যা বলিউডের খেতাব তাঁর প্রাপ্য হয়েছে নিজ প্রতিভার জোরে। শাহরুখ নিজের রেড চিলিজ এন্টারটেনমেন্টেও ইন্ডাস্ট্রির বাইরে থেকে আসা অসংখ্য মানুষকে সুযোগ দিয়েছেন। 

910

ছোট হোক বা বড় প্রজেক্ট, রেড চিলিজ নানা প্রস্তাবও গ্রহণ করেছে। তাই সুশান্তকে আউটসাইডার হিসেবে কখনই দূরে ঠেলে দেওয়ার কথা ভাবেননি শাহরুখ বলেই দাবি করছে অনুরাগীরা।

1010

সেল্ফমেড এসআরকে নামক এক হ্যাশট্যাগের ট্রেন্ডও শুরু করে দিয়েছে সোশ্যাল মিডিয়ায়। শাহরুখের ভক্তরা যে দুঃসময়ও তাঁর পাশে এসে দাঁড়িয়েছে তা বলার অপেক্ষা রাখে না। যেকোনও পরিস্থিতিতেই এসআরকেইয়ানস পাশে রয়েছে বাদশাহর। 

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories