রেড চিলিস থেকে একের পর এক চেক ঢুকছে। চলতে চলতে করার পর বেশি টাকা পেয়েছিলেন অভিনেতা সতীশ শাহ। সেই কথা তড়িঘড়ি জানাতে গিয়েছিলেন শাহরুখ খানকে। বদলে মিলেছিল মজার উত্তর।
সতীশ শাহ, বেশ কিছু সিনেমাতে একের পর এক তিনি শাহরুখ খানের সঙ্গে কাজ করেছেন। আর রেড চিলিসের সঙ্গে পথ চলাটাও তখন থেকেই।
27
কিন্তু সেই সহ অভিনেতাই এবার বেশ কিছু টাকা বেশি পেয়ে গিয়ছিলেন। তাই দেরি না করেই শাহরুখের কাছে হাজির হন তিনি।
37
সমস্ত বিষয়টা খুলে জানান। সবটা শোনার পর শাহরুখ খান জানিয়েছিলেন, যা হওয়ার হয়েছে, কিন্তু গৌরী যেন জানতে না পারে।
47
ঠিক কী ঘটেছিল সেদিন! চলতে চলতে ছবি দিয়ে রেড চিলিসের যাত্রা শুরু হয়। এটাই ছিল শাহরুখ ও গৌরীর প্রথম প্রযোজনা।
57
সেই ছবিতেই কাজ করেছিলেন সতীশ। পারিশ্রমিক নিয়ে যা কথা হয়েছিল সেই অনুযায়ী চেক ঢুকতে থাকে সতীশের অ্যাকাউন্টে।
67
কিছুদিন পর সতীশ লক্ষ্য করেন, যা পাওয়ার কথা ছিল তার থেকে বেশি টাকা ঢুকে গিয়েছে। তিনি তারাতারি শাহরুখ খানকে জানা।
77
এরপরই শাহরুখের উপদেশ মিলেছিল, যে গৌরী যেন জানতে না পারেন। সম্প্রতি এই ঘটনার কথা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানান সতীশ।
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।