কেরিয়ার শেষ হয়ে গেল, ডিপ্রেশন এক সময় ঘিরে ধরেছিল শাহরুখ খানকে

সাফল্যের পথে যাঁরাই হাঁটেন, একটা সময়ের পর নিজেকে ধরে রাখতে পারার ভয়, নিজেকে হারিয়ে ফেলার ভয়, সবই ধীরে ধীরে মাথায় এসে জমাট বাঁধতে থাকে। সেই তালিকা থেকে বাদ পড়েননি খোদ শাহরুখ খানও। নিজের কেরিয়ার শেষ হওয়া নিয়ে একটা সময় রীতিমত অবসাদে ভুগেছিলেন তিনি। 

Jayita Chandra | Published : Jan 6, 2021 2:33 AM IST
17
কেরিয়ার শেষ হয়ে গেল, ডিপ্রেশন এক সময় ঘিরে ধরেছিল শাহরুখ খানকে

কিং খান বলে কথা। স্পট লাইটে থাকাটা তাঁর এক কথায় বলতে গেলে অভ্যাস। কিন্তু প্রতিটা দিন একটা মানুষের সমান যায় না। শাহরুখও তার ব্যতিক্রম নয়। 

27

তখন শাহরুখ খান কেরিয়ারের মধ্যে গগণে। একের পর এক ছবির কাজ নিয়ে ব্যস্ত। প্রযোজনায় নামার পরিকল্পণা করছেন। 

37

এমন সময় এক দুর্ঘটনাতে শাহরুখ খানের হাতে চোট লাগে। এই সময় টানা ছয় মাস কাজ করতে পারেননি কিং খান। 

47

এই ছটা মাস জীবনের শেষ দিন পর্যন্ত মনে রাখবেন তিনি। এমনটাই জানিয়েছিলেন শাহরুখ খান। ভেবেছিলেন তাঁকে দর্শকেরা ভুলে যাবেন। 

57

আর ঘুরে দাঁড়ানো তাঁর পক্ষে সম্ভব হবে না। চোখের জলে ভাসতেন রাতের পর রাত। কেরিয়ার শেষ হয়ে যাওয়ার ভয় তাঁকে ঘিরে ধরেছিল। 

67

এক সাক্ষাৎকারে এসে নিজের কঠিন সময় নিয়ে মুখ খুলেছিলেন শাহরু। বলেছিলেন যতই তিনি ওপরে উঠতে শুরু করেন, ততই তিনি ভয় পেতেন আচমকা পড়ে যাওয়ার। 

77

যদিও ভক্তরা তা হতে দেয়নি কখনও। পর্দায় থাকুন আর নাই থাকুন, কিং খানকে কিং করেই রেখেছে ভক্তমহল। 

Share this Photo Gallery
click me!

Latest Videos