Published : Oct 08, 2020, 09:21 AM ISTUpdated : Oct 08, 2020, 03:26 PM IST
গৌরী খান ও শাহরুখ খানের মধ্যে থাকা সম্পর্কের সমীকরণ সকলেরই কম বেশি জানা। গৌরীর সঙ্গে তাঁর জুটি এক কথা অনবদ্য, বলিউডের পাওয়ার কপিলও বটে। কিন্তু এক সময় গৌরীর মৃত্যুর কথা ভেবেই ভয়ে পেয়েছিলেন শাহরুখ খান, কখন, কীভাবে সুপারস্টারের মাথায় আসে এই ভাবনা...