পর্দায় যিনি সকলকে রোম্যান্সের পাঠ পড়ান, সেই শাহরুখ খান, নিজে সংসার জীবনে ঠিক কতটা সুখী! বারে বারে এই প্রশ্ন সামনে উঠে এলোও কখনই এই নিয়ে স্পষ্ট মন্তব্য করেননি তিনি। তবে খোলসা করেছেন নিজের লাভ লাইভের একাধিক রহস্য।
যদিও পরবর্তীতে সবটাই স্বাভাবিক হয়ে যায়, তবে প্রিয়ঙ্কা পর্ব শাহরুখের জীবনে কালো ছাপ হয়ে থেকে যায়।
510
নিজে পছন্দ করে মাত্র ১৮ বছর বয়সে মন দিয়েছিলেন গৌরীকে শাহরুখ খান। তবেল কেন এভাবে তাঁকে ঠকানো! তিনি কি সুখী নন!
610
প্রশ্ন করতে শাহরুখ উত্তর দিয়েছিলেন, ভূল তাঁর। গৌরী বলেই তাঁকে সহ্য করছে। একের পর এক ভূল ক্ষমা করছে।
710
তবে কি তিনি গৌরীকে ভয় পান, নেট মহলে এই খবরও ছড়িয়ে পড়ে। বাড়িতে কি অশান্তি ভোগ করছেন কিং খান!
810
তারও উত্তর চেপে রাখেননি তিনি। জানিয়েছিলেন, সংসারের পার্ফেক্ট ব্যালন্স ধরে রেখেছিলেন তিনি।
910
তবে লোকে যা ভাবে তাই ভাবুক। আমার আর গৌরীর মাঝে ঠিক কেমন সম্পর্ক রয়েছে, তা কেবল মাত্র আমরা দুজনেই জানি। আমাদের মধ্যেই থাক।
1010
কিং খানের এই উত্তরেই সাফ হয়ে যায় যে তিনি যতই ভূল করুক না কেন, গৌরী তাঁর জীবনে এক বিশেষ স্থান দখল করে রয়েছে, যা কারুর পক্ষে টলানো অসম্ভব।
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।