তবে কি সুখী নন শাহরুখ, গৌরীকে ভয় পান কিং খান, প্রেমের বিয়ের সত্ত্বেও কেন জীবনে এসেছে পরকীয়া

পর্দায় যিনি সকলকে রোম্যান্সের পাঠ পড়ান, সেই শাহরুখ খান, নিজে সংসার জীবনে ঠিক কতটা সুখী! বারে বারে এই প্রশ্ন সামনে উঠে এলোও কখনই এই নিয়ে স্পষ্ট মন্তব্য করেননি তিনি। তবে খোলসা করেছেন নিজের লাভ লাইভের একাধিক রহস্য। 

Jayita Chandra | Published : Mar 4, 2021 3:03 AM IST
110
তবে কি সুখী নন শাহরুখ, গৌরীকে ভয় পান কিং খান, প্রেমের বিয়ের সত্ত্বেও কেন জীবনে এসেছে পরকীয়া

শাহরুখ খানের জীবনে পরকীয়া একাধিকবার উঁকি মেরেছে। কখনও প্রকাশ্যে কখনও পর্দার পেছনে। তবে প্রিয়ঙ্কা তাদের মধ্যে হট টপিক।

210

দীর্ঘদিন প্রিয়ঙ্কার সঙ্গে সম্পর্ক বজায় রেখে ছিলেন কিং খান। আর তা সাধারণ সম্পর্ক ছিল, এমনটা বলা মোটেই চলে না। 

310

এই সম্পর্কের আঁচ পৌঁছে গিয়েছিল গোরী দেবীর কাছেও। গৌরী সবটা জানতে পেরে ছাড়তে চেয়েছিলেন কিং খানকে। 

410

যদিও পরবর্তীতে সবটাই স্বাভাবিক হয়ে যায়, তবে প্রিয়ঙ্কা পর্ব শাহরুখের জীবনে কালো ছাপ হয়ে থেকে যায়। 

510

নিজে পছন্দ করে মাত্র ১৮ বছর বয়সে মন দিয়েছিলেন গৌরীকে শাহরুখ খান। তবেল কেন এভাবে তাঁকে ঠকানো! তিনি কি সুখী নন! 

610

প্রশ্ন করতে শাহরুখ উত্তর দিয়েছিলেন, ভূল তাঁর। গৌরী বলেই তাঁকে সহ্য করছে। একের পর এক ভূল ক্ষমা করছে। 

710

তবে কি তিনি গৌরীকে ভয় পান, নেট মহলে এই খবরও ছড়িয়ে পড়ে। বাড়িতে কি অশান্তি ভোগ করছেন কিং খান! 

810

তারও উত্তর চেপে রাখেননি তিনি। জানিয়েছিলেন, সংসারের পার্ফেক্ট ব্যালন্স ধরে রেখেছিলেন তিনি।

910

তবে লোকে যা ভাবে তাই ভাবুক। আমার আর গৌরীর মাঝে ঠিক কেমন সম্পর্ক রয়েছে, তা কেবল মাত্র আমরা দুজনেই জানি। আমাদের মধ্যেই থাক। 

1010

কিং খানের এই উত্তরেই সাফ হয়ে যায় যে তিনি যতই ভূল করুক না কেন, গৌরী তাঁর জীবনে এক বিশেষ স্থান দখল করে রয়েছে, যা কারুর পক্ষে টলানো অসম্ভব।  

Share this Photo Gallery
click me!

Latest Videos