দেবদাসের সেটে ভয়ে কাঁপছিলেন শাহরুখ, শ্যুট করতেই হবে, চোখ বন্ধ করে চেপে ধরেছিলেন ঐশ্বর্যের হাত

Published : Apr 01, 2021, 07:51 AM IST

দেবদাস, শাহরুখ-ঐশ্বর্য ও মাধুরী জুটির অন্য তম ছবি, যা এক কথায় বলতে গেলে বলিউডে এখনও সোনার ইতিহাস হয়েই রয়েছে। সেট থেকে শুরু করে অভিনয়, গান সবই যেন এক কথায় ছিল পার্ফেক্ট। আর সেই পার্ফেক্ট করতেই ঘাম ছুঁটেছিল শাহরুখের। 

PREV
19
দেবদাসের সেটে ভয়ে কাঁপছিলেন শাহরুখ, শ্যুট করতেই হবে, চোখ বন্ধ করে চেপে ধরেছিলেন ঐশ্বর্যের হাত

শাহরুখ খান বলে কথা, পর্দায় তাঁর উপস্থিতি মানেই এক ভিন্ন স্বাদ পাওয়া যা দর্শক মনে স্থায়ী জায়গা করে নেয়। 

29

দেবদাস সেই তালিকাতে পরা অন্যতম ছবি, যেখানে শাহরুখ খানের অভিনয় সকলের নজর কাড়ে। 

39

তবে পর্দার পেছনে এমন অনেক ঘটনা থেকে যায় যা হতো পর্দার সামনে ঠিক উল্টো ছবি তুলে ধরে। 

49

সেই দক্ষতার খাতিরেই তো অভিনেতারা সুপারস্টার হয়ে ওঠে। তেমনই পরিস্থিতি তৈরি হয়েছিল শাহরুখ খানের। 

59

দেবদাসের সেটে যখন ইস গান সকলের মন ছুঁয়েছিল, রোম্যান্সের ঝড় তুলেছিল, তখনই শাহরুখের ভয় ছিল তুঙ্গে। 

69

সম্প্রতি এক সাক্ষাৎকারে এসে এই নিয়ে মুখ খোলেন শাহরুখ খান। জানান তাঁর জীবনে ভয়ের কথা। 

79

তিনি দোলনাতে চড়তে পারেন না। ছোট থেকেই এই সমস্যা রয়েছে শাহরুখ খানের জীবনে।

89

এই গানের একটি দৃশ্যে তাঁকে ঐশ্বর্যের সঙ্গে দোলনায় বসতে হত। তিনি না বলতে পারেননি। কিন্তু ঘাম ঝড়েছিল তাঁর।

99

ঐশ্বর্যের হাত চেপে ধরে বসেছিলেন শাহরুখ খান। কোনও মতে সেই দৃশ্যের শ্যুট শেষ করা। 

click me!

Recommended Stories