শাহিদের জন্যই কি কপাল ফাটল মীরার, ভক্তের প্রশ্নের কড়া জবাবে ফাঁস করলেন গোপন সত্য

বলি অভিনেতা শাহিদ কাপুরের স্ত্রী মীরা রাজপুত সর্বদাই লাইমলাইটে। নিজে সেলিব্রিটি না হয়েও সোশ্যাল মিডিয়ায় ফ্যানবেস কীভাবে ধরে রাখতে হয় তাতে বেশ সিদ্ধহস্ত শাহিদ পত্নী। বক্ষ বিভাজিকা  উন্মুক্ত করে  ব্রা-লেট ফ্যাশনেও বলি তারকাদের পিছনে ফেলে দিয়েছেন মীরা। এবার ইনস্টাগ্রামে আস্ক মি এনিথিং-এ নিজের ব্যক্তিগত জীবনের গোপনীয়তা প্রকাশ্যে আনলেন শাহিদ ঘরণী মীরা রাজপুত।
 

Riya Das | Published : Feb 24, 2021 4:31 AM IST
110
শাহিদের জন্যই কি কপাল ফাটল মীরার, ভক্তের প্রশ্নের কড়া জবাবে ফাঁস করলেন গোপন সত্য


বলিউডের অন্যতম জনপ্রিয় জুটি শাহিদ কাপুর এবং মীরা রাজপুত। ২০১৫ সালে নিজের চাইতে বেশ অনেকটাই ছোট মীরাকে বিয়ে করেন শাহিদ।

210

বিয়ের পাঁচ বছরের মাথায় দুই সন্তানের বাবা -মা হয়েছেন শাহিদ কাপুর এবং মীরা রাজপুত।

310


দুই সন্তানের মা হয়েও নিজের ফ্যাশন স্টেটমেন্ট, শরীরচর্চা, স্টাইল সবকিছুই ভক্তদের সঙ্গে শেয়ার করেন মীরা। এবার সোশ্যাল মিডিয়ার হটেস্ট ট্রেন্ডেও গা ভাসালেন মীরা।

410

সেলিব্রিটিদের মতোনই তার লাইফস্টাইল। ইনস্টাগ্রামে 'আস্ক মি এনিথিং'-এ মজেছেন মীরা রাজপুত। ফ্যান ফলোয়ারের সংখ্যাও তার আকাশছোঁয়া।

510

সম্প্রতি 'আস্ক মি এনিথিং'-এ  ভক্তদের প্রশ্নের উত্তর দিচ্ছিলেন মীরা। সেখানেই এক ভক্ত প্রশ্ন তোলেন কপালের বাঁ দিকের কাটা দাগটি কিসের। বেশ কিছু ছবিতেও স্পষ্ট এই দাগ।
 

610

ভক্তের উত্তরে মীরা জানিয়েছেন। বয়স যখন ৩। তথন অন্যান্য বাচ্চাদের মতো খাটের মধ্যে লাফাচ্ছিলাম আমি তখনই খাট থেকে পড়ে গিয়ে ব্যথা লেগে কপালে এই দাগটি হয়।

710

অনেকে আবার জানতে চেয়েছেন শাহিদের সঙ্গে ঝগড়া হলে শেষমেশ কে যেতেন। মীরার সটান উত্তর , অবশ্যই আমি।

810

মীরার প্রিয় সদস্য কে, এই প্রশ্নের উত্তরে মীরা জানিয়েছেন, এটা খুব সহজ প্রশ্ন। কারণ আমি মা, বাবা,বোন, স্বামী, সন্তান সবাইকে ভালবাসি। তবে সবার মধ্যে আমার প্রিয় মানুষ হল বাবা। অনেক ভালবাসি বাবা তোমাকে।

910


বিনোদন জগতে না থেকে কীভাবে শিরোনামে থাকতে হয় তা মীরা অনেকটাই জানেন।
সম্প্রতি কয়েকদিন আগে কালো রঙের হটকা ব্রা-লেটে শরীরী উষ্ণতায় নেটিজেনদের মুগ্ধ করেছেন শাহিদ ঘরণী। সমুদ্র সৈকতের বালিয়াড়িতে মীরার ফ্যাশনে বুঁদ সাইবারবাসী।

1010

 বেশ কিছুদিন আগে মীরা নিজের লাইফস্টাইল সম্বন্ধে মুখ খুলেছিলেন। নিজের পোশাক থেকে স্টাইল স্টেটমেন্ট সবটাই তিনি নিজের পছন্দমতো করতে ভালবাসেন মীরা।

Share this Photo Gallery
click me!

Latest Videos