নবজাতক কন্যাকে নিয়ে সপরিবারে শিল্পা, মুহূর্তে ভাইরাল আনন্দমুহূর্তের ছবি

বলিউডের ফিটনেস ফ্রিক হিসেবে শিল্পা শেট্টি ইতিমধ্যেই জনপ্রিয়। একের পর এক ফিটনেসের ছবি শেয়ার করে ইতিমধ্যেই ভাইরাল তিনি। এবার ফিটনেসের ছবি দিয়ে নয়, সপরিবারে ভাইরাল হলেন শিল্পা শেট্টি। তবে সপরিবারে এর আগেও বহুবার দেখা গেছে শিল্পাকে। তবে এবারের চমকটা অন্য। সদ্যোজাতকে কোলে নিয়ে খুশির মেজাজে ধরা দিলেন অভিনেত্রী। দেখে নিন আনন্দমুহূর্তের ছবি। 

Riya Das | Published : Mar 10, 2020 4:19 AM IST
111
নবজাতক কন্যাকে নিয়ে সপরিবারে শিল্পা, মুহূর্তে ভাইরাল আনন্দমুহূর্তের ছবি
দেখতে দেখতে পার করলেন ১০ টি বছর। ২০০৯ সালে শিল্পপতি রাজ কুন্দ্রার সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন অভিনেত্রী শিল্পা। তার উপর পরিবারে এসেছে নতুন সদস্য। সব মিলিয়ে খুশির আনন্দে মেতেছেন অভিনেত্রী।
211
সম্প্রতি নবজাতক কন্যা সন্তানকে কোলে নিয়ে খুশির মেজাজে দেখা গেল শিল্পাকে।
311
গতমাসেই তাদের দ্বিতীয় সন্তানের জন্ম হয়েছে।
411
সদ্যোজাত কন্যা সন্তানের নাম রেখেছেন সমিশা শেট্টি কুন্দ্রা।
511
৫ ফেব্রুয়ারির দিনই সারোগেসির মাধ্যেম কন্যাসন্তানের বাবা-মা হয়েছেন তারা। সম্প্রতি নবজাতক কন্যা সন্তানকে কোলে নিয়ে খুশির মেজাজে দেখা গেল শিল্পাকে।
611
সমিশাকে বাড়ি নিয়ে যাওয়ার সময় মুম্বই বিমানবন্দরে ক্যামেরাবন্দি হল শিল্পা ও তার পুরো পরিবার। মেয়েকে কোলে নিয়ে সকলকে হাত নেড়েছেন শিল্পা।
711
শিল্পার সঙ্গে স্বামী রাজ ওছেলে ভিয়ানও ছিল খোশমেজাজে।
811
এই প্রথম মেয়ের সঙ্গে দেখা গেল শিল্পা শেট্টিকে।
911
ছেলের সঙ্গে খুনসুটিতে মত্ত শিল্পা।
1011
খুব শীঘ্রই বলিউডে কামব্যাক করতে চলেছেন শিল্পা। দীর্ঘ ৩ বছর পর পর্দায় দেখা যাবে অভিনেত্রীকে।
1111
ফিটনেস ফ্রিক শিল্পাকে চলতি বছরেই 'নিকাম্মা' ও 'হাঙ্গামা ২'-সিনেমায় দেখা যাবে ।
Share this Photo Gallery
click me!

Latest Videos