১৯ ফেব্রুয়ারি বিয়ের পর কিছুদিন কাটতে না কাটতেই কী আখতার পরিবারে আসছে নতুন সদস্য। সম্প্রতি ফারহান আর শিবানির বিয়ের পর একটি গ্ল্যামারাস ফটোশ্যুটে দেখা গিয়েছে নব দম্পত্তিকে। সেখানেই নাকি বেশ কিছু নেটিজেনের মনে হয়েছে সদ্য বিবাহিতা শিবানি হয়ত অন্তসত্ত্বা। তবে সেই জল্পনা ওড়ালেন শিবানি।
১৯ ফেব্রুয়ারি একেবারে অন্যরকমের বিয়ের সাক্ষী থেকেছে বলিউড। হ্যাঁ, ফারহান আখতার ও শিবানি দান্ডেকারের বিয়ের কথাই বলছি। দীর্ঘ চার বছরের প্রেমর সম্পর্কের পর ১৯ ফেব্রুয়ারি চার হাত এক করে জীবনের নতু ইনিংস শুরু করেছেন এই তারকা দম্পত্তি। বিয়ের সুন্দর মুহপর্ত থেকে প্রি-ওয়েডিং-এর ছবিতে উপচে পড়েছিল সোশ্যাল মিডিয়া। অনুরাগীদের শুভেচ্ছা বার্তায় ভরে গিয়েছিল কমেন্ট বক্স। বিয়ের রেশ কাটতে না কাটতেই ফারহান-শিবানির জীবনে কী ফের নতুন কোনও ঘটনা ঘটতে চলেছ। অনুরাগীরা কেন আবার শুভেচ্ছা জানাচ্ছেন । বিয়ের পরই শুভেচ্ছা জানানোর যে কারন হতে পারে সেই জন্যই কী ভক্তরা এই তারকা জুটিকে শুভেচ্ছা জানাচ্ছেন। এই গুঞ্জনের পক্ষে কী কোনও সদুত্তর মেলে কিনা সেটাই দেখার।
১৯ ফেব্রুয়ারি বিয়ের পর কিছুদিন কাটতে না কাটতেই কী আখতার পরিবারে আসছে নতুন সদস্য। সম্প্রতি ফারহান আর শিবানির বিয়ের পর একটি গ্ল্যামারাস ফটোশ্যুটে দেখা গিয়েছে নব দম্পত্তিকে। সেখানেই নাকি বেশ কিছু নেটিজেনের মনে হয়েছে সদ্য বিবাহিতা শিবানি হয়ত অন্তসত্ত্বা। আর সেই জন্যই মিসেস আখতারকে ধন্যবাদ জানিয়েছেন নেটিজেনরা। ছবিতে বডি হাগিং ওয়েস্টার্ন ড্রেসে শারীরিক কাঠামো একেবারে স্পষ্ট। আর সেখানেই যেন মনে হচ্ছে নববধূর বেবি বাম্প ফুটে উঠেছে। আর তারপরই নেটদুনিয়ায় বয়ে গেছে প্রশ্নের ঝড়। ইন্সটাগ্রাম প্রোফাইলে ছবি পোস্চের কমেন্ট বক্সে সকলেই নিজেদের মত করে প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন শিবানির দিকে। প্রশ্ন দেখে মনে হচ্ছে শিবানির বেবি বাম্পে সকলের মধ্যে যেন খুশির হাওয়া।
ফারহান-শিবানির বিয়ের পর গর্জিয়াস ওয়েস্টার্ন আউটফিটে জেল্লা যেন ঠিকরে বেড়চ্ছিল শিবানির। আর পাশে সাদা সার্টে ফারহানও কিন্তু কোনও অংশে কম যাচিছলেন না। সেই ফটোতেই ফারহান ঘরণীর বডি হাগিং আউটফিটে নেটজেনরা অনেকেই মনে করছিলেন তাঁর বেবি বাম্প যেন একেবারে স্পষ্ট। আর সেই জন্যই অনেকে প্রশ্ন করছিলেন যে, তিনি কী অন্তস্বত্ত্বা। বিয়ের কয়েকদিন পরই বেবি বাম্পের প্রশ্নে কিন্তু মোটেই বিরক্ত হন নি ফারহান ঘরণী। বরং সকল ভক্তদের প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি। নিজস্ব স্টাইলে তিনি সোশ্যাল মিডিয়ায় স্পষ্ট করে লিখেছেন যে তিনি অন্তস্বত্ত্বা নন। তাঁর কোনও বেবি বাম্প উঁকি মারছে না। সবটাই ভুল ধারনা। তাই যত তাড়াতাড়ি সম্ভব সেই ভুল ভেঙে ফেলা দরকার।
নেটিজেনদের সমস্ত জল্পনা কল্পনাকে একেবারে ধূলিসাৎ করে দিলেন নয়ি নভেলি দুলহন শিবানি দান্ডেকার। ইন্সটাগ্রামে যে ছবি দেখে নেটিজেনরা তাঁকে অন্তস্বত্ত্বা ভাবছিলেন। সকলের ভাবনাকে ভুল প্রমানিত করে শিবানি জানালেন তিনি অন্তস্বত্ত্বা নন। রুপোলি দপনিয়ার তারকাদের নিয়ে বিভিন্ন সময়ই বিভিন্ন রকম মন্তব্য করা হয়ে থাকে। এক্ষেত্রে কিন্তু একটা কথা বলাই বাহুল্য যে বিয়ের পর বছর ঘোরা তো দূর, কয়েক দিনের মধ্যেই বেবি বাম্পের জল্পনা কল্পানকে ঘিরে কিন্তু ফারহানের দ্বিতীয় স্ত্রীকে কেও কোনও কটাক্ষ করেন নি। বরং তাঁকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি সকলেই এই সুখবরটা সত্যি কিনা সেটাই জানতে চেয়েছেন। আর শিবানি দান্ডেকারও কোনও রকম অসন্তোষ প্রকাশ না করে সোজা ভাষায় এই গুজবকে উড়িয়ে দিয়েছেন।
ফারহান শিবানির যে ছবিকে ঘিরে শিবানির অন্তস্বত্ত্বা হওয়ার ভুল ধারনা হয়েছিল সেটি সেই ট্যাটুর ফটোশ্যুট। যেখানে শিবানি নিজের হাতের ট্যাটুকে শো-অফ করেছেন। রোমান হরফে নিজের হাতে ফারহান শিবানির বিয়ের তারিখ লিখেছেন ফারহান ঘরণী। এই ট্যাটু কিন্তু যে সে ট্যাটু নয়। শিবানীর হাতে আঁকা ট্যাটুর একটি বিশেষ মাহাত্ম্য রয়েছে। শুধু তাই নয়, এই ট্যাটুর মাধ্যমে একটি বিশেষ দিনের ঘোষণাও করেছেন তিনি। ১৯ ফেব্রুয়ারি ফারহান শিবানির বিয়ের (Farhan And Shibani Wedding) দিন হাতে আঁকা ট্যাটু দিয়েই ফারহানের প্রতি আরও একবার প্রেম নিবেদন করেন শিবানী। গত বছর অর্থাৎ ২০২১ সালে প্রেমিক ফারহানের নাম নিজের ঘাড় খোদাই করেছিলেন শিবানী। আর সেটাই ছিল ফারহানের জন্মদিনে শিবানীর দেওয়া সেরা উপহার।
১৯ ফেব্রুয়ারি জাভেদ আখতার ও শাবানা আজমির ফার্ম হাউসে বসেছিল তারকা খচিত বিয়ের আসর। বন্ধুবান্ধব ও প্রিয়জনদের উপস্থিতিতে গোটা জীবন একসঙ্গে পথ চলার শপথ গ্রহণ করেছেন তাঁরা। বিয়ের পর ইন্ডাস্ট্রির বন্ধুবান্ধব মহলে বেশ কিছু আমন্ত্রনও পেয়েছেন এই তারকা দম্পত্তি। সেই ছবি আবার সোশ্যাল মিডিয়ায় সকলের সঙ্গে শেয়ার করেছেন এই জুটি। কোরিওগ্রাফার ফারহা খানের বাড়িতে লাঞ্চ ডেটে আমন্ত্রন ছিল নব দম্পত্তির। ফারহা খানের লাঞ্চ পার্টিতেও ছিল বিশেষ চমক। নবদম্পত্তিকে প্রথমবার আগমন জানাতে বেলুন দিয়ে ঘর সাজিয়েছিলেন ফারহা। শুধু বেলুন দিয়ে সাজানোই নয়, সেখানে আবার দুজনের নামের প্রথম অক্ষর একেবারে জ্বলজ্বল করছে। সোশ্যাল সাইট ইন্সটাগ্রামে বেলুন দিয়ে সাজানো হোম ডেকরেশনের সেই ছবি পোস্ট করেছেন ফারহানের ন্যয়ি নভেলি দুলহন শিবানি। ছবি পোস্টের সঙ্গে লাঞ্চ পার্টির জন্যও ফারহাকে ধন্যবাদ জানিয়েছেন ফারহানের দ্বিতীয় স্ত্রী শিবানি দান্ডেকার।
বিয়ের পরেই কিন্তু নিজের পদবীও বদলে ফেলেছেন শিবানী। ফারহানের স্ত্রী তাঁর সমস্ত সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে নিজের নামের সঙ্গে আখতার পদবী যুক্ত করে লিখেছেন শিবানী দান্ডেকার আখতার। নবদম্পত্তির বিয়ের ছবি যেমন সুপার হিট সোশ্যাল মিডিয়ায়, তেমনই তাঁদের প্রি-ওয়েডিং শ্যুটের ছবিও মন ছুঁয়েছে ভক্তদেরবিয়ের পর ইতিমধ্যেই কজে ফিরেছেন শিবানী। অন্যদিকে কাজে ফেরার প্রস্তুতি নিচ্ছেন ফারহান। আলিয়া ভাট, ক্যাটরিনা কাইফ ও প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে আগামী ছবি জি লে জারা-তে দেখা যাবে পর্দার মিলখা সিং থুরি ফারহান আখতারকে। তবে বিয়ের পর এই তারকা জুটি একসঙ্গে কোনও কাজ করেন কিনা সেটাও কিন্তু বেশ ভাবার বিষয়। এখন অবশ্য বলি মেগাস্টার ফারহান আখতারের নতুন ছবি নিয়েই উৎসাহী হিন্দি ছবির দর্শক।
একদিকে যখন এই তারকা দম্পত্তির বিয়ে নিয়ে সকলে মত্ত, তখন অন্যদিকে ফারহানের প্রথম স্ত্রী অধুনা ভবানিকে নেটহ জুনিয়ায় হুল ফোটাচ্ছিল নেটিজেনরা। তাঁর প্রাক্তন স্বামীর দ্বিতীয় বিয়ে নিয়ে রীতিমতো তাঁকে বিদ্ধ করা হচ্ছিল সোশ্যাল মিডিয়ায়। যদিও নেটিজেনদের একহাত নিয়ে তাঁদের পাল্টা জবাব দিয়েছেন হেয়ার স্টাইলিস অধুনা ভবানি। তিনি সাফ জানিয়েছে দিয়েছেন যদি কেও কোনও নেতিবাচক মন্তব্য করেন তাহলে তাঁকে তিনি সোজা ব্লক করে দেবেন। তাঁর এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়ছেন ইন্ডাস্ট্রির বন্ধুরা। প্রসঙ্গত, ২০০১ সালে ফারহানের সঙ্গে হেয়ার স্টাইলিস্ট হিসেবে কাজ করার সময়ই দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে সেই প্রেম পরিণত হয় শুভ পরিণয়ে। কিন্তু ২০১৬ সালে সেই প্রেমের বাঁধন হালকা হয়ে গিয়ে বিবাহ বিচ্ছেদ হয় ফারহান-অধুনার।