কোভিডে আক্রান্ত বিগ বি, পাকিস্তানেও অমিতাভ বচ্চনের আরোগ্য কামনা

Published : Jul 13, 2020, 10:19 PM IST

অমিতাভ বচ্চনের করোনা আক্রান্তের খবর ছড়িয়ে পড়তে বিচলিত হয়ে পড়েছে ভক্তমহল। গোটা দেশ এখন অভিনেতা এবং তাঁর পরিবারের দ্রুত আরোগ্যের কামনা করে চলেছে। কোভিডে আক্রান্ত হয়ে এখন নানাবতী হাসপাতালে চিকিৎসাধীন তিনি এবং অভিষেক। তবুও টুইটারে পর পর কিছু পোস্টে নিজের এবং পরিবারের সুস্থতার কথা সকলকে জানাতে থাকছেন তিনি। এরই মাঝে পাকিস্তান থেকেও তাঁর সুস্থতার কামনা করে চলেছে অনেকে। 

PREV
19
কোভিডে আক্রান্ত বিগ বি, পাকিস্তানেও অমিতাভ বচ্চনের আরোগ্য কামনা

পাকিস্তানি ক্রিকেটার শাহিদ আফ্রিদি এবং শোয়েব আখতার টুইটারে অমিতাভ বচ্চনকে ট্যাগ করে তাঁর দ্রুত আরোগ্যের কামনা করেছেন। শোয়েব লিখেছেন, "তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন অমিত জী। আপনার সুস্থতার জন্য প্রার্থনা রইল।"

29

অন্যদিকে শাহিদ আফ্রিদি লিখেছেন, "আপনার দ্রুত আরোগ্যের কামনা করছি। আশা করছি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন আপনি।" এই দু'টি টুইটের পরই বিগ বি-র পাকিস্তানি ভক্তরাও প্রার্থনা করে চলেছে। 

39

ভারতের পাশাপাশি অমিতাভের ভক্তদের সংখ্যা পাকিস্তানেও নেহাতই কম নয়। একের পর এক ভক্তরা তাঁর দ্রুত আরোগ্যের কামনা করেছে। এখন অমিতাভ বচ্চন এবং অভিষেকের অবস্থা খানিক স্থিতিশীল হলেও ভক্তদের উদ্বেগ কিছুতেই কমছে না। 

49

অনুরাগীরা বিগ বি-র খবরাখবর পাওয়ার আশায় বসে রয়েছে। অমিতাভ ইতিমধ্যেই সকলকে ধন্যবাদ জানিয়েছেন। তাঁর টুইটের পর থেকেই বিচলিত হয়ে পড়েছিল ভক্তমহল। 

59

প্রিয় অভিনেতার করোনা আক্রান্তের খবর শুনে টুইটে কমেন্ট করেছেন অনেকেই। সকলকে ধন্যবাদ জানিয়ে অমিতাভ লিখেছেন, "আপনাদের আশীর্বাদ এবং প্রার্থনার কাছে আমি চিরকৃতজ্ঞ। আপনারা আছেন বলেই আমরা সব লড়াই জিতে ফিরতে পারি।" 

69

বচ্চন পরিবার যে নিরাপত্তার মধ্যে থাকে তার মধ্যেও করোনা ছড়ানো যে কোনও অস্বাভাবিক বিষয় নয় তাই প্রমাণ পেল। ইতিমধ্যে জলসার ২৬ জন কর্মীর কোভিড রিপোর্ট পাওয়া গিয়েছে। সৌভাগ্যবসত সকলেরই রিপোর্ট নেগেটিভ। 

79

অন্যদিকে জয়া বচ্চন, শ্বেতা নন্দা এবং তাঁর পরিবারের রিপোর্টও নেগেটিভ আসে। তবে রক্ষা পাননি ঐশ্বর্য এবং ছোট্ট আরাধ্যা। তাঁদের প্রথম কোভিড রিপোর্ট নেগেটিভ এলেও পরের রিপোর্টটি পজিটিভ আসে। 

89

তাঁদের মধ্যে করোনার মৃদু উপসর্গ দেখা দিয়েছে। তাঁদের চিকিৎসা বাড়িতেই চলছে। বচ্চন পরিবারের দ্রুত আরোগ্য কামনা করে চলেছে গোটা দেশ। উদ্বিগ্ন হয়ে পড়েছে শহর কলকাতাও। 

99

পিকনিক গার্ডেনের বিগ বি মন্দির, শ্যামবাজেরের শিবমন্দির, নানা জায়গায় তাঁর দ্রুত আরোগ্য কমানা করে চলছে হোম-যজ্ঞ। পুজো চলছে ধুমধাম করে। 

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories