রিয়ার ভাই ও স্যামুয়েলের স্বাস্থ্য পরীক্ষা, হাসপাতাল থেকে ফিরে আবারও শুরু হবে জেরা

Published : Sep 07, 2020, 10:59 AM ISTUpdated : Sep 07, 2020, 11:14 AM IST

সুশান্ত সিং রাজপুতের কেসে টানা চার দিন জেরার মুখে স্যামুয়েল-সৌভিক। রবিবার থেকে সেই তালিকাতে যোগ দিয়েছেন দীপেশও। ক্রমাগত জেরাতে কতটা প্রভাব পড়ছে অভিযুক্তদের ওপর।সেই দিকে নজর এনসিবির। সোমবার স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হল অভিযুক্তদের। 

PREV
18
রিয়ার ভাই ও স্যামুয়েলের স্বাস্থ্য পরীক্ষা, হাসপাতাল থেকে ফিরে আবারও শুরু হবে জেরা

পাঁচ সদস্যের টিম সোমবার এনসিবি-তে চালাচ্ছেন জেরা। আজ হাতে প্রমাণ নিয়ে প্রশ্ন করা হচ্ছে রিয়া চক্রবর্তীকে। 

28

শুক্রবার ভোরেই রিয়ার বাড়িতে হাজির হয়েছিল গোটা এনসিবি টিম। সঙ্গে ছিল মুম্বই পুলিশও। সেদিনই তুলে আনা হয়েছিল শৌভিককে। 

38

এর কয়েকঘণ্টার মধ্যেই তোলা হয় স্যামুয়েল মিরান্ডাকেও। দীর্ঘক্ষণ জেরার পর তাঁদের গ্রেফতার করা হয়েছিল সেদিন। এর পর থেকেই চলতে থাকে সওয়াল-জবাব। 

48

দীর্ঘক্ষণ একই ঘরে বদ্ধ থেকে কেবলই মিসিং লিঙ্ক মেলানোর চেষ্টায় একাধিক অধিকর্তা এখন নাজেহাল। কারণ একটাই, রিয়া কোনও প্রশ্নেরই উত্তর দিচ্ছেন না স্পষ্ট। 

58

এরই মাঝে সোমবার রিয়া চক্রবর্তীকে দ্বিতীয় বারের জন্য জেরার মুখে পড়তে হয়। শৌভিক ও মিরান্ডার এই নিয়ে তিন দিন। 

68

ফলে সোমবার সকালেই স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হল শৌভিক ও মিরান্ডাকে জেজে হাসপাতালে। 

78

প্রেসার থেকে শুরু করে স্বাস্থ্যের প্রাথমিক পরীক্ষা, জেরার জন্য কতটা ফিট তাঁরা, তা পরীক্ষা করিয়ে নিয়েই আবারও টিম পৌঁচ্ছল এনসিবি। 

88

অন্যদিকে তখন দফতরে হাজির হয়ে গিয়েছেন রিয়া চক্রবর্তী। আজ হাতে প্রমান নিয়ে সকলকে একসঙ্গে বসিয়ে প্রশ্ন করবে এনসিবি। 

click me!

Recommended Stories