Published : Sep 07, 2020, 10:59 AM ISTUpdated : Sep 07, 2020, 11:14 AM IST
সুশান্ত সিং রাজপুতের কেসে টানা চার দিন জেরার মুখে স্যামুয়েল-সৌভিক। রবিবার থেকে সেই তালিকাতে যোগ দিয়েছেন দীপেশও। ক্রমাগত জেরাতে কতটা প্রভাব পড়ছে অভিযুক্তদের ওপর।সেই দিকে নজর এনসিবির। সোমবার স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হল অভিযুক্তদের।