'মায়ের মতো দেখতে, অভিনয়টা বাবার মতো', ব্যঙ্গ উপেক্ষা করে বাস্তবকে গ্রহণ করেন সোহা

স্টারকিড, তবে বলিউড কী সেভাবে জায়গা করে দিয়েছে সবাইকে! অভিষেক বচ্চন কী অমিতাভ বচ্চনের পর্যায় পৌঁচ্ছতে পারবে, না কী সোহা আলি খান শর্মিলা ঠাকুরের পর্যায় পড়েন! অভিভাবকদের সঙ্গে তুলনাতে পড়েই কেরিয়ার জেরবার। নিজেই স্বীকার করেছেন সোহা আলি খান। 

Jayita Chandra | Published : Jul 16, 2020 1:05 PM
18
'মায়ের মতো দেখতে, অভিনয়টা বাবার মতো', ব্যঙ্গ উপেক্ষা করে বাস্তবকে গ্রহণ করেন সোহা

নবাব পরিবারের মেয়ে সোহা আলি খান। বাবা দেশের জাতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মনসুর আলি খান, মা জনপ্রিয় অভিনেত্রী শর্মিলা ঠাকুর। 

28

যদিও স্টার কিড হওয়ার সত্ত্বেও কখনই সোহা আলি খানের ইচ্ছে ছিল না তিনি বলিউডে পা রাখবেন। ছোটবেলায় দিল্লিতেই থাকতেন সোহা আলি খান।

38

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করে মুম্বইতে ফেরেন সোহা আলি খান। সেখানে এসে বিনোদন জগতের হাতছানিকে এড়িয়ে যেতে পারেননি সোহা আলি খান।

48

যদিও তাঁর প্রথম ছবি টলিউডে। ইতি শ্রীকান্ত দিয়ে সোহার ছবির জগতের সঙ্গে শুরু হয়েছিল সম্পর্ক। একই বছর মুক্তি পায় বলিউডে সোহার ছবি। 

58

তবে সেভাবে কেরিয়ার গড়তে পারেননি সোহা আলি খান। নেপোটিজমের তকমা থাকার সত্ত্বেও কেবল ট্রোল আর ব্যঙ্গের মুখে পড়তে হয় সোহাকে। 

68

শুনতে হয় মায়ের মতো দেখতে দলেও বাবার মত অভিনয় করেন তিনি, তোয়াক্কা না করেই উত্তর দেন সোহা তাঁর বাবাও অনেক বিজ্ঞাপনে অভিনয় করেছিলেন।

78

নিজের পরিচয় নয়, অধিকাংশ সময়ই সোহার পরিচয় ঢাকা পড়ে যেত বাবা, দাদা মায়ের নামের পেছনেও। যদিও এই সব নিয়ে বিন্দু মাত্র চিন্তিত নন সোহা। 

88

তিনি নিজের জগতে ভালোই আছেন। পরিবারের সঙ্গে সময় কাটানো, সকলের সঙ্গে যোগাযোগ রাখা, বিনোদন জগত তাঁকে আপন না করলেও সকলের সঙ্গেই তিনি ভালো সম্পর্ক বজায় রাখেন। 

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos