বলিউডে খুশির খবর। আর মাত্র কয়েক মাসের অপেক্ষা। চলতি বছরেরর সেপ্টেম্বর মাসেই মা হতে চলেছেন সোনম কাপুর। এই প্রথমবার সন্তানের মা হতে চলেছেন সোনম কাপুর। মা হওয়ার সুখবর নিজেই ভক্তদের সঙ্গে শেয়ার করে নিয়েছেন নায়িকা (Sonam Kapoor)। সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ার বেশ কিছু ছবি শেয়ার করেছেন সোনম কাপুর। যেখানে দেখা গেছে, কালো রঙের লো নেক পোশাকে বেরিয়ে রয়েছেন স্তনের একাংশ। স্বামী আনন্দ আহুজার কোল বেবিবাম্প ধরে শুয়ে রয়েছেন সোনাম কাপুর। ঠিকরে বেরোচ্ছে মাতৃত্বের আভা। মুহূর্তের মধ্যে ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তবে এটা জানেন কি, জন্মের আগেই সন্তানের পদবি ঠিক করে রেখেছিলেন সোনম কাপুর। আহুজা না কাপুর কোন পরিচয়ে সন্তানকে বড় করবেন অন্তঃসত্ত্বা সোনম, নিজেই জানালেন বলিউডের নতুন মা।