19
শ্রীদেবী এক কথায় ছিলেন সর্বগুণে পরিপূর্ণা। যেমন ছিলেন নাচে পারদর্শী, তেমনটাই ছিলেন দক্ষ অভিনেত্রী।
Subscribe to get breaking news alertsSubscribe 29
এর পাশাপাশি তিনি খুব ভালো ছবিও আঁকতেন। যার মধ্যে একটি রাখা রয়েছে বনি কাপুরের অফিসে।
39
একটা কিংবা দুটো নয়, অবসরে ছবি আঁকতে বেশ পছন্দ করতেন শ্রীদেবী। কাজের ফাঁকে একাধিক ছবি তিনি এঁকেছে।
49
যার মধ্যে বেশ কয়েকটি উঠেছিল নিলামেও। দামও উঠত প্রচুর। তাঁর ছবি আঁকার কথা জানত গোটা বি-টাউন।
59
পরিবারের সকলেরই ছবি এঁকেছিলেন তিনি। অনেক অভিনেত্রীর ছবিও একেচিলেন শ্রীদেবী।
69
প্রথম ছবি করার আগে সোনাম কাপুরের একটি ছবি এঁকেছিলেন শ্রীদেবী। পরবর্তীতে যা নিলামে উঠেছিল।
79
শ্রীদেবীর হাতে আঁকা সোনাম কাপুরের ছবি নিলামে উঠে দাম হয়েছিল দশ লাখ।
89
শ্রীদেবীর হাতে আঁকা ছবি কাপুর পরিবারের কাছে সম্পত্তি। যা এখনও তাঁরা সংরক্ষণ করে রেখেছেন।
99
শ্রীদেবী মাইকেল জ্যাকসনের ছবিও এঁকেছিলেন। যার দাম উঠেছিল ৮ লাখ টাকা।