প্রতিটা অভিনেতার স্ত্রীই ভয় পান সানিকে, সাক্ষাৎকারে সাফ জানিয়ে ছিলেন অভিনেত্রী

Published : Mar 29, 2020, 12:23 PM IST

সানি লিওন বলিউডে পা রাখার পর থেকেই একাধিক বিতর্কের সন্মুখীন হয়েছেন। তাঁর অতীত ঘিরে প্রশ্ন করা হয়েছে একাধিকবার। কখনও কখনও এই নিয়ে প্রকাশ্যেই মন্তব্য করেছেন সানি। জানিয়েছেন বলিউডে তাঁকে নিয়ে কী ধারনা পোষণ করেন সকলে।

PREV
110
প্রতিটা অভিনেতার স্ত্রীই  ভয় পান সানিকে, সাক্ষাৎকারে সাফ জানিয়ে ছিলেন অভিনেত্রী
বলিউডের উষ্ণ আবেদন মানেই সানি লিওন। যাঁর উপস্থিতিতেই পর্দায় নয়া মোড় নেয় ছবি। তবুও কোথাও যেন থেকে যায় অতীতের রেশ।
210
অতীত আজও তারিয়ে নিয়ে বেড়াচ্ছে সানিকে। একাধিক সাক্ষাৎকারে তা সাফ জানিয়েছিলেন অভিনেত্রী।
310
অভিনয় থেকে নাচ, লুক থেকে ক্যামেরায় উপস্থিতি, সবেতেই নিজের একশো সতাংশ দেওয়ার পরও কোথাও যেন থেকে যায় খামতি।
410
খামতি থাকে অভিনেত্রীর মনে। তিনি আজও জানেন, মানুষে কোথাও গিয়ে তাঁর বর্তমানেটাকে গ্রহণ করলেও ভুলতে পারেননি অতীত।
510
এক সাক্ষাৎকারে এই কথা বলেই বিষ্ফোরক মন্তব্য করে ছিলেন সানি। তিনি জানিয়ে ছিলেন যে সব তারকার স্ত্রীরাই ভয় পান সানিকে।
610
সানি লিওন প্রথম থেকেই নিজের কেরিয়ার নিয়ে খোলা মেলা কথা বলতে পছন্দ করেন। একাধিকবার সাক্ষাৎকারে উঠে এসেছে সেই তথ্য।
710
এবারও তার ব্যতিক্রম ঘটেনি। তিনি জানিয়েছিলেন, অভিনেতার স্ত্রীরা চান না সানির বিপরীতে তাঁদের স্বামীরা অভিনয় করুক।
810
হাসির ছলে কথাটা বললেও কোথাও গিয়ে যেন আক্ষেপ কাজ করে তাঁর গলায়। তিনি জানিয়েছিলেন যে তাঁরও স্বামী আছে।
910
ফলে অন্যের স্বামীকে নিয়ে কাড়াকাড়ি করার কোনও প্রয়োজন সানির নেই। যদিও তা শুনছে কে।
1010
পবেশ কয়েকটি ছবিতে কাজ করলেও বর্তমানে ভিডিও অ্যালবাম শ্যুট করতেই ব্যস্ত অভিনেত্রী।
click me!

Recommended Stories