বলিউডে সানি লিওনের অভিষেক হওয়ার পর থেকেই নীল ছবির জগতকে পেছনে ফেলেছেন সুপারস্টার। কিন্তু বলিউডে নিজের জায়গা পাকা করার আগে সানি বুঝতেও পারেননি তাঁকে এভাবে গ্রহণ করবেন ভক্তরা। অনেক পিছুটান কাটিয়ে, মনের জোরে তিনি প্রথম বলিউডে পা রাখেন। যদিও সেই যুগ এসেছিল অনেক দিন আগেই।