২০২০-তে গুগলে ভারতে সব থেকে বেশি সার্চ হলেন কোন সেলেব, সুশান্ত না রিয়া, কত নম্বরে সানি লিওন

Published : Dec 07, 2020, 01:48 PM IST

না, কেবল কন্ট্রোভার্সি নয়। একের পর এক তারকার সার্চ লিস্টে এবছর উঠে এলো এক অন্য ছবি। প্রতিবছর সার্চ হয় বক্স অফিস বা জনপ্রিয়তা দিয়ে। কিন্তু এবার বেশ কিছু ঘটনার জেরে পাল্টে গেল সার্চের তালিকা। 

PREV
17
২০২০-তে গুগলে ভারতে সব থেকে বেশি সার্চ হলেন কোন সেলেব, সুশান্ত না রিয়া, কত নম্বরে সানি লিওন

সুশান্ত সিং রাজপুতের আকস্মিক মৃত্যুতেই যেন পাল্টে গিয়েছিল গোটা বলিউডের সমীকরণ। সেখান থেকেই শুরু রদবদল। 

27

গুগল সার্চে সবার আগে উঠে আসে সুশান্ত সিং রাজপুতের নাম। প্রধানমন্ত্রী নরেন্দ্রমোদীকেও পেছনে ফেলে দেন তিনি। 

37

শুধু তাই নয়। সার্চে লিস্ট সকলকে টপকে উপরের সারিতে হাজির হন রিয়া চক্রবর্তী। তিনি উঠে এসেছেন তিন নম্বরে। 

47

চলতি বছরে বেশ কয়েকবার খবরের শিরোনামে উঠে এসেছেন কঙ্গনা রানাওয়াত। কঙ্গনার নাম রইল ১০-এ। 

57

প্রিয়ঙ্কার আগে থাকলেও সানি লিওন বেশ কিছুটা পিছিয়ে রইলেন। সার্চ লিস্টে নাম থাকল ১৪-তে। 

67

অমিতাভ বচ্চন পিছিয়ে গেলেন বেশ কিছুটা পেছনে। তিনি নিজের নাম ধরে রাখলেন সেরা দশে। নয় নম্বরে এলো বিগ বির নাম। 

77

ইরফানের মৃত্যুও সকলকে কাঁদিয়ে দিয়ে যায়। তাই ইরফানও সেরার তালিকাতে ২০২০-তে জায়গা করে নিলেন। 

click me!

Recommended Stories