ঘরে ঢুকেই দেখেন বিছানাতে ভাইয়ের মৃতদেহ, মুহূর্তে কী বলে উঠেছিলেন সুশান্তের দিদি

দিদিদের আদরের একমাত্র ভাই। বুকে একরাশ স্বপ্ন নিয়ে টিনসেল টাউনে পা রেখেছিলেন সুশান্ত। একই সঙ্গে ভাইয়ের সাফল্য কামনা করেছিলেন পরিবার। মায়ের চলে যাওয়ার পর ভাইকে সন্তানের মতই আগলে রাখত দিদিরা। কিন্তু শেষ রক্ষা হল না। ১৪ তারিখ সুশান্তের ফ্যাটে ঢুকে কী দেখেছিলেন দিদি... 

Jayita Chandra | Published : Aug 23, 2020 5:32 AM IST
18
ঘরে ঢুকেই দেখেন বিছানাতে ভাইয়ের মৃতদেহ, মুহূর্তে কী বলে উঠেছিলেন সুশান্তের দিদি

ফ্ল্যাটে ঢুকেই প্রথম দেখা সুশান্তকে। ১৪ তারিখ দুপুরে খবর পাওয়া মাত্রই ছুঁটে এসেছিলেন সুশান্তের দিদি। দরজা খুলে ঢুকেই দেখেন বিছানাতে পড়ে রয়েছে ভাইয়ের দেহ। 

28

পা ঝুলছে বাইরে, গলায় তখনও রয়েছে সবুজ কাপড়। দেখা মাত্রই দিদি চিৎকার করে ওঠেন, এ তুমি কী করলেন, তখনও আসে পাশে অনেকেই রয়েছেন। 

38

সুশান্তের দেহ ঠিক করে বিছানাতে রেখে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন দিদি। পাশাপাশি সকলকে বলেছিলেন গলা থেকে কাপড় খুলে নিতে। 

48

ভাই যে দরজা খুলছে না সেই খবর আগেই পেয়েছিলেন তিনি। ছুঁটে ছুঁতে এসেছিলেন ফ্ল্যাটে। দরজা খুলে যা দেখেছিলেন তা আজও ভয়াবহ। 
58

সুশান্তের মৃত্যু মেনে নেওয়ার নয়। তাই কাছে থাকা সকলেই তখন শুরু  দিয়েছিলেন সুশান্তকে বাঁচিয়ে তোলার চেষ্টা। যদি মেলে সাড়া। 

68

কিন্তু ততক্ষণে দেরি হয়ে গিয়েছে অনেকটাই। তাই হাজারও বুকে পাম্প করে হাত পা ঘষে কিছুই করতে পারেননি দিদি ও কাছে থাকা অন্যন্যরা। 

78

সুশান্তের সেই সময় ঠিক কী ঘটেছিল বাড়িতে তা এখন ক্ষতিয়ে দেখছে সিবিআই। তদন্তের জন্য ক্রাইম সিন পুনঃনির্মান করা হচ্ছে। 

88

সেদিন যদি এই ঘটনাগুলো কাছে পিঠে থাকা সকলে না ঘটাতেন, তবে হয়তো আজ অনেক প্রশ্নের সঠিক উত্তর মিলত, বলেই দাবী পুলিশের। 

Share this Photo Gallery
click me!

Latest Videos