সৌরভের বায়োপিক বানাতে চেয়েছিলেন সুশান্ত, পর্দার ধোনির লক্ষ্যে ছিল দাদা

Published : Sep 04, 2020, 07:48 AM IST

সুশান্ত সিং রকাজপুতকে নিয়ে একাধিক তথ্য ক্রমেই সামনে উঠে আসতে দেখা  যাচ্ছে। বিভিন্ন তথ্য ঘিরে ক্রমেই জল্পনা তুঙ্গে উঠছে। ঘনিষ্ঠ মহল থেকে শুরু করে বিনোদন জগতের পরিচিত মহল, পরিবার, এক কথায় সকলেই মুখ খুলেছেন সুশান্তকে নিয়ে। এবার ইডি-কে সুশান্ত নিয়ে যা বললেন তাঁর বিজনেস পার্টনার...

PREV
19
সৌরভের বায়োপিক বানাতে চেয়েছিলেন সুশান্ত, পর্দার ধোনির লক্ষ্যে ছিল দাদা

সুশান্ত সিং রাজপুত, ভক্তদের চোখে তিনি পর্দার ধোনিও বটে। হেলিকপ্টার শর্ট মেরে সকলকে তাক লাগিয়েছিলেন সুশান্ত। 

29

ধোনির বায়োপিকই যেন তাঁকে সাফল্যের পিকে পৌঁচ্ছে দেয়। ছবি ছিল সুপার হিট। এরপর থেকে বদলে গিয়েছিল সুশান্তের কেরিয়ার গ্রাফ। 

39

ছবিতে প্রাণ ঢেলে অভিনয় করা এই অভিনেতাই নাকি স্বস্তি পেতেন না বক্স অফিসের ফল দেখে। তবে হার মানার পাত্র সুশান্ত ছিলেন না। 

49

বহু ছবি করার স্বপ্ন দেখতেন তিনি। এবার ইডির দফতরে তা খোলসা করলেন বিজনেস পার্টনার। 

59

বৃহস্পতিবার সুশান্তের বিজনেস পার্টনারকে ইডির দফতর থেকে ডেকে পাঠানো হয়। তিনিই জানিয়েছেন, সুশান্ত সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক করতে চেয়েছিলেন। 

69

ধোনির পর পর্দার মাহিল লক্ষ্যে ছিল দাদা। শুধু তাই নয় বাস্তবজগত ও কাল্পনিক চরিত্রের মেল বন্ধনেও ছবি করার ইচ্ছে ছিল তাঁর। 

79

তাঁর বিজনেস পার্টনার বরুণ মাথুর আরও জানান, মাঝে মধ্যেই ছবি নিয়ে কথা বলতেন সুশান্ত, অবসরে একাধিক পরিকল্পনাও করতেন তিনি। 

89

ধোনি ছবিতে অভিনয় করে দেখিয়েছেন সুশান্ত তিনি কতটা দক্ষতার সঙ্গে চরিত্রকে গ্রহণ করতে পারেন। এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন অনেকেই তাঁকে মাহি বলেই ডাকে। 

99

সেই সুশান্তের লুকই কীভাবে সৌরভ গঙ্গোপাধ্যায়ে পরিণত হত, তা আর ভক্তদের দেখা হল।

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories