সুশান্তের ক্লস্ট্রোফোবিয়া ছিল, দাবি রিয়ার, ভিডিও পোস্টে পাল্টা আক্রমণ অঙ্কিতার

Published : Aug 29, 2020, 11:45 PM IST

সুশান্ত সিং রাজপুতের ক্লস্ট্রোফোবিয়া ছিল। অর্থাৎ ফ্লাইট কিংবা কোনও আবদ্ধ স্থানে অস্বাভাবিক ভয় হওয়া। সম্প্রতি নিজের সাক্ষাৎকারে এ কথা প্রকাশ্যে আনেন রিয়া চক্রবর্তী। সুশান্তকে নিয়ে এমন নানা কথা দাবি করেছেন রিয়া। সেসবের মধ্যে ক্লস্ট্রোফোবিয়া মন্তব্যটি সকলের নজর কাড়ে। রিয়ার এই অভিযোগটি পুরোপুরি মিথ্যে বলেও ফেলে দেওয়া যাচ্ছে না কারণ সুশান্তের পুরনো একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়।            View this post on Instagram                   Is this #claustrophobia ? u always wanted to fly and u did it .😊 A post shared by Ankita Lokhande (@lokhandeankita) on Aug 26, 2020 at 11:30pm PDT  

PREV
19
সুশান্তের ক্লস্ট্রোফোবিয়া ছিল, দাবি রিয়ার, ভিডিও পোস্টে পাল্টা আক্রমণ অঙ্কিতার

যেখানে তিনি নিজেই স্বীকার করেছিলেন তাঁর ক্লস্ট্রোফোবিয়া ছিল। সেই সাক্ষাৎকারে তিনি ক্লস্ট্রোফোবিয়া নিয়ে খোলাখুলিই আলোচনা করেছিলেন। 

29

সেই সময় তাঁর সঙ্গে অঙ্কিতার সম্পর্ক ছিল। সেই সময় রিয়ার সঙ্গে কোনওভাবেই পরিচয় হয়নি সুশান্তের। 

39

সেই সময় তাঁর সঙ্গে অঙ্কিতার সম্পর্ক ছিল। সেই সময় রিয়ার সঙ্গে কোনওভাবেই পরিচয় হয়নি সুশান্তের। 

49

অঙ্কিতা লোখান্ডের কথায় সুশান্তের ক্লস্ট্রোফোবিয়া ছিল না। যার জেরে তিনি একটি ভিডিও শেয়ার করে বসেন সোশ্যাল মিডিয়ায়।

59

যেখানে সুশান্তকে প্লেন চালাতে দেখা যাচ্ছে। তিনি যে এভিয়াশনের বিষয় জ্ঞান রাখতেন তা পূর্বেই প্রকাশ পেয়েছে। 

69

অঙ্কিতার ভিডিওটি শেয়ার করে লেখেন, "এটা কি ক্লস্ট্রোফোবিয়া? তুমি সবসময় উড়তে চেয়েছিলে। আর তুমি সেটাই করেছ।"

79

এখন প্রশ্ন হল সুশান্তের সঙ্গে অঙ্কিতার এত বছরের সম্পর্কে কখনও ক্লস্ট্রোফোবিয়ার বিষয় উঠে আসেনি। 

89

যার কারণে অঙ্কিতা, রিয়ার ক্লস্ট্রোফোবিয়ার তথ্যটি মানতে নারাজ। অন্যদিকে তাঁর সঙ্গে সম্পর্ক থাকাকালীন সুশান্ত ক্লস্ট্রোফোবিক হওয়ার বিষয় কথা বলেন। 

99

তবে কার বক্তব্যে কতখানি সত্যতা আছে সে নিয়ে থেকে যাচ্ছে সন্দেহ। সিবিআই তদন্ত চলাকালীন এ বিষয় কোনও তথ্য উঠে আসবে কি না সেটাই দেখার বিষয়।

click me!

Recommended Stories