লাইমলাইটে থাকা জুটি সুস্মিতা-রহমানের ব্রেকআপ, এ কোন ভয়ানক ইঙ্গিত সুস্মিতার পোস্টে

Published : Apr 04, 2021, 09:10 AM IST

সুস্মিতা সেন বরাবরই সোশ্যাল মিডিয়ায় সক্রিয়। ব্যক্তিগত জীবন হোক বা রিল লাইফ, সুস্মিতা সেন একটা ব্যালন্স রাখার চেষ্টা করেন সর্বত্র। প্রতিটা পদক্ষেপেই তা সকলের নজরে পড়ে। তবে রহমানের ক্ষেত্রে বিষয়টা ছিল বেশ খানিকটা আলাদা। 

PREV
110
লাইমলাইটে থাকা জুটি সুস্মিতা-রহমানের ব্রেকআপ, এ কোন ভয়ানক ইঙ্গিত সুস্মিতার পোস্টে

একপ্রকার রহমানের সঙ্গে চুটিয়ে প্রেম করছিলেন সুস্মিতা সেন। প্রতিটা পোস্টেই সেই ইঙ্গিত ছিল স্পষ্ট। 

210

একের পর এক পোস্টে কেবলই যেখন সুস্মিতার ঘনিষ্ট দৃশ্য ভাইরাল, হলিডে ট্রিপ থেকে শুরু করে পারিবারিক গেট টুগেটার, তখনই কী ঘটল ছন্দ পতন। 

310

রহমানের সঙ্গে খুব স্বাভাবিক ছিল সুস্মিতা সেনের দুই কন্যা। তাঁরা এক পরিবারের মতই একসঙ্গে থাকত। 

410

মায়ের এই সম্পর্ক খুব একটা অস্বস্তিকর ছিল  না তাঁদের কাছে। সুস্মিতার সম্পর্কের সেই ব্যালন্স সকলের নজরে আসে। 

510

তবে কি শেষ পর্যন্ত সুস্মিতার সুখের জীবনে নজরই লাগল কারুর, আবারও কি মন ভাঙল অভিনেত্রীর। না তা স্পষ্ট নয়। 

610

তবে সুস্মিতার সম্প্রতি পোস্টে যা উঠে এলো, তা রীতিমত ভাবিয়ে তুলেছে ভক্তমহলকে। ঠিক কী ঘটল অন্তরমহলে, যার জন্য এই পোস্ট। 

710

সেখানে একটি কোটেশন উল্লেখ করে সুস্মিতা লিখলেন, বারে বারে একই ঘটনা ঘটে তাঁর সঙ্গে। আর তা ভেঙে দিয়ে যায়। 

810

তবে সকলে মনে করে এই পরিস্থিতিতে ভেঙে পড়়াটাই স্বাভাবিক, তবে সুস্মিতার লক্ষ্য ভেঙে পড়া নয়, যা তোমায় ভেঙে দিতে পারে, তা সময় থাকতেই ভেঙে ফেলা। 

910

এই বিষয় সম্পর্কে আমরা যতক্ষণ না সচেতন হল, তত দিন এই একই বিষয় ঘটতে থাকবে আমাদের সঙ্গে। 

1010

আর এই পোস্ট সামনে উঠে আসার পরই তা ভক্তদের নজরে আসে,  সম্পর্কে বিচ্ছেদের জল্পনা উঠে তুঙ্গে। 

click me!

Recommended Stories