দৈত্যকার বড় প্যাঁচা দেখেছেন কখনও, দেখে নিন সুস্মিতার এই ছবিতে
প্যাঁচা তো অনেকেই দেখেছেন কিন্তু এরকম দৈত্যকার বড় প্যাঁচা দেখেছেন কি। দেখেন নি তো। তাহলে আর দেরি কিসের। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এরকমই দৈতাকৃতি প্যাঁচা, বড় পাখির পালকের সামনে দাড়িয়ে নিজেদের একান্ত সময়ের ছবি শেয়ার করেছেন বলিউডের মিস ইউনিভার্স তথা বাঙালি কন্যা সুস্মিতা সেন। বয়ফ্রেন্ড রহমান শল এর সঙ্গে চুটিয়ে প্রেমও করছেন অভিনেত্রী এ আর বলার অপেক্ষা রাখে না। যখনই সময় পান নিজেদের একান্ত সময় কাটিয়ে নেন দুজনেই। ঠিক এবারও একটু অন্য স্টাইলে বিশালাকৃতি পাখির পালক, প্যাঁচা এই ধরনের আর্টকেই বেছে নিয়েছেন ছবির ব্যাকগ্রাউন্ড হিসেবে। মুহূর্তের মধ্যে যা ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। দেখে নেওয়া যাক কিছু এক্সক্লুসিভ ছবির ঝলক।
Riya Das | Published : Jan 23, 2020 3:46 PM / Updated: Jan 23 2020, 03:49 PM IST
অন্যদিকে সুস্মিতার বয়ফ্রেন্ড রহমান শল দৈত্যকার বড় প্যাঁচার দিকে তাকিয়ে ঠিক কে যেন ভাবছেন।
পাখির পালকের মতোই উজ্জ্বল তার হাসি। মুহূর্তের মধ্যে মন কেড়েছে সুস্মিতার এই ছবি।
সুস্মিতা আর রহমানের এই মিষ্টি ফটোসেশন নেটিজেনদেরও নজর কেড়েছে।
পুরো কালো পোশাকে বড় প্যাঁচার সামনে দাঁড়িয়ে পোজ দিয়েছেন রহমান।
মিস ইউনিভার্সের খেতাব জেতার পরই 'দস্তক' ছবি দিয়ে চলচ্চিত্রে অভিষেক ঘটে তার।
বিয়ে নিয়ে এখনও কিছু ভাবেননি ৪৪ -এর অভিনেত্রী। আপাতত প্রেমের আস্বাদটাই চুটিয়ে উপভোগ করছেন অভিনেত্রী।
প্রেমিক রহমান বর্তমানে তার বেঁচে থাকার রসদ। তার মুখের হাসির পিছনে একটি বড় কারণও তার এই প্রেমিক। বারেবারে সুস্মিতা তা বুঝিয়ে দিয়েছেন। উষ্ণ আদরে , চুম্বনে মত্ত হয়েছেন বাঙালি অভিনেত্রী।
বরাবরই ফিটনেস ফ্রিক সুস্মিতা। একের পর এক শরীরচর্চায় ছবি তিনি নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেন।যা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় নেটদুনিয়ায়। আর এখন তার শরীরচর্চার সঙ্গী প্রেমিক রহমান।
দুই মেয়ে রেনি এবং আলিশাকে নিয়ে বয়ফ্রেন্ড রহমানের সঙ্গে আদুরেপনায় মেতেছেন অভিনেত্রী।
মেয়েদর সঙ্গে রহমানও কতটা সাবলীল তা ছবিতেই স্পষ্ট। মায়ের পছন্দকেই তারা মন থেকে মেনে নিয়েছেন। আউটিং থেকে ডিনার সবতেই সুস্মিতার সঙ্গে রয়েছেন তারা দুই মেয়ে।
একজন বাঙালি নারী হিসেবে সকলের কাছেই গর্ব সুস্মিতা। তার সাহসিকতা, মনোবল, অদম্য ইচ্ছাশক্তি হাজারো কুর্নিশ। হতাশাগ্রস্ত নারীর অনুপ্রেরণার পাশাপাশি সমাজের সকল নারীর ঐতিহ্য ও গর্ব সুস্মিতা সেন।
চলচ্চিত্র জীবনের মতোই ব্যক্তিগত জীবনও তার আড়ম্বরপূর্ণ।
স্বতন্ত্র নারী হিসেবে ইতিমধ্যেই নাম রয়েছে সুস্মিতা সেনের । সন্তানের মা হবার জন্য যে কোনও পুরুষের প্রয়োজন হয় না তা তিনি চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন।
এখনও সুস্মিতা সেনের জাদুতে কাবু দর্শক। নিজের শরীর ধরে রাখার জন্য রীতিমত চর্চা করেন অভিনেত্রী। এখন তাঁর সঙ্গ দিচ্ছেন তাঁরই বহু চর্চিত বন্ধু রহমান।
পড়ন্ত বিকেলে বয়ফ্রেন্ড রহমানের সঙ্গে খুনসুটিতে মত্ত সুস্মিতা।
রূপোলি পর্দা থেকে বিরতি নিয়েছেন প্রায় একদশক আগেই। অভিনয় জগত ছেড়ে সংসারে মন দিয়েছিলেন তিনি। দীর্ঘ ১০ বছর বাদে তিনি আবারও কামব্যাক করছেন।
একের পর এক শরীরচর্চায় ছবি তিনি নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেন। ছোট মেয়েকে নিয়ে শরীরচর্চায় ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
ভাল অভিনেত্রীর তকমা যেমন তার রয়েছে ভাল বক্তা হিসেবে তিনি দর্শকমহলে জনপ্রিয়। অনেক নারীর জীবনেই তিনি তিনি অনুপ্রেরণা।
মনের অদম্য ইচ্ছাশক্তি দিয়ে জীবনে সবকিছু অর্জন করা যায়। তা তিনি সকলকে বুঝিয়ে দিয়েছেন।