সুইমিং স্যুটে পার্ফেক হটনেসের কড়া টক্কর, উন্মুক্ত ক্লিভেজে ভাইরাল কোন সেলেব

Published : Mar 10, 2021, 08:01 AM ISTUpdated : Mar 10, 2021, 12:47 PM IST

সোশ্যাল মিডিয়ার পাতাই যেন হয়ে উঠেছে ফ্যাশন স্টেটমেন্টের হাল হকিকত। তারই মধ্যে একে অন্যকে টেক্কা দিয়ে ছবি শেয়ার করছেন বলিটাউনের অভিনেত্রীরা। এ যেন জলের সঙ্গে জলকেলি। কেউ সুইমিং পুলে তো কেউ আবার কেবলই  পোজ দিয়ে উষ্ণতা ছড়ালেন সোশ্যাল মিডিয়ায়। বিটাউনের নায়িকাদের এই কস্টিউমে যেন খানিক ভিন্ন লুকই  প্রকাশ্যে এল। খোলা মেলা পোশাকে সাচ্ছন্দ সকলেই। কিন্তু পোজ দিয়ে ভক্তদের মন কে কতখানি জয় করলেন কড়া টক্কর সেখানেই। 

PREV
110
সুইমিং স্যুটে পার্ফেক হটনেসের কড়া টক্কর, উন্মুক্ত ক্লিভেজে ভাইরাল কোন সেলেব

সারা আলি খান, বছরের বেশ কিছুটা সময় ভ্রমণের জন্য থাকে নির্ধারিত, আর তাঁর প্রিয় স্থান হল মলদ্বীপ, সেখান থেকেই একাধিক লুকে ভাইরাল সারা। 

210

মালাইকা মানেই হটনেসের ঝড়। সিনে দুনিয়ায় তাঁর চাবুক ফিগারই ভক্তদের মন কাড়তে সিদ্ধহস্ত। 

310

আলিয়া ভাট, বিকিনি লুকে বেশ কয়েকবার সমালোচিত হলেও, এই ডিভার হটনেস মুহূর্তে ঝড় তোলে ভক্তমহলে। 

410

দীপিকা পাড়ুকোন, প্রথম সারির একাধিক ছবিতে দীপিকা হটলুকে ধরা দিয়েছিলেন। ভাইরাল হয়েছিলেন নেট দুনিয়ায়। 

510

দিশা পাটানি, বিকিনি লুক বা সুইমিং স্যুট, তাঁর হটুকই যে ঝড় তোলে সোশ্যাল মিডিয়ায় মুহূর্তে। 

610

প্রিয়ঙ্কা চোপড়া, একাধিকবার পোশাক বিতর্কে জড়িয়েও কোথাও গিয়ে যেন আজও ভাইরাল তিনি। তাঁর হট পোজই নজর কাড়ে সিনে দুনিয়ার ভক্তদের। 

710

কৃতি স্যানন, খুব একটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল না হলেও, এই অভিনেত্রী সুইমিং স্যুটে বেশ মানান সই। 

810

ক্যাটরিনা এক কথায় হটনেসের প্যাকেজ। যে কোনও পোশাকেই তিনি ফিট টু হট। সুইমিং স্যুটই বা বাদ থাকে কেন। 

910

সানি লিওন মানেই হট অবতার। যে কোনও লুকেই তিনি সব তারকাদের টেক্কা দিয়ে বাজিমাত করে থাকেন। 

1010

পরিণীতি চোপড়া, মলদ্বীপে ভ্যাকেশন ট্রিপে গিয়ে একাধিক বিকিনি লুকে ছবি শেয়ার করে ঝড় তুলেছিলেন তিনি নেট দুনিয়ায়। 

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories