কোভিড পজিটিভের উল্লেখ নেই, করোনার জন্যই কি হাসপাতালে ভর্তি বাহুবলীখ্যাত অভিনেত্রী তামান্না

করোনার থাবা ইতিমধ্যেই একাধিক তারকার শরীরে পড়েছে। এবার কি সেই তালিকাতে নাম লেখাতে চলেছেন অভিনেত্রী তামান্না ভাটিয়া, এই নিয়ে বার্তমানে ধোঁয়াশা তুঙ্গে। একাধিক খবর উঠে আসছে সূত্রমারফত। 

Jayita Chandra | Published : Oct 5, 2020 11:51 AM IST
19
কোভিড পজিটিভের উল্লেখ নেই, করোনার জন্যই কি হাসপাতালে ভর্তি বাহুবলীখ্যাত অভিনেত্রী তামান্না

তারকা মহলে একের পর এক স্টারেরা করোনার কবলে পড়েছেন। কখনও মৃত্যু কেড়েছে প্রাণ, কখনও আবার করোনাকে জয় করেছেন তারকারা। 

29

এবার তামান্ন ভাটিয়াকে নিয়ে বাড়ছে ধোঁয়াশা। ঠিক কী হয়েছে তামান্নার। সূত্রের খবর অনুযায়ী তিনি হাসপাতালে ভর্তি। 

39

কয়েকদিন ধরেই নাকি তাঁর স্বাস্থ্যের অবস্থা ভালো নয়। তাঁর পরিচিতের মধ্যে অনেকেই করোনায় আক্রান্ত। 

49

তবে কি কোভিড ১৯ থাবা বসালো এই বাহুবলী খ্যাত নায়িকার শরীরে। ঠিক কী হয়েছিল তামান্নার!

59

স্পষ্ট কোনও উত্তরই মেলা ভার। কারণ তামান্না এখনও পর্যন্ত জানাননি যে, তিনি ঠিক পরিস্থিতির মধ্যে রয়েছে। 

69

দক্ষিণী ছবির দুনিয়ার এই সুপারস্টার না কি হাসপাতালে ভর্তি। এমনটাই শোনা যাচ্ছে। যদিও তিনি নিজে এই বিষয় কিছুই জানাননি। 

79

তমান্না বরাবরই নেট দুনিয়ায় সক্রিয়। ফলে তেমন বড় কিছু হলে সোশ্যাল মিডিয়ায় ভক্তদের তা জানানোর কথা। কিন্তু তিনি ওয়ালে কিছুই শেয়ার করেননি। 

89

আর এখান থেকেই বাড়ছে ধোঁয়াশা। কেন কিছু বলছেন না অভিনেত্রী, তবে কী এই খবর ভুঁয়ো! ব্যাঙ্গালুরুতে একটি বেসরকারি হাসপাতালে চলছে তামান্নার চিকিৎসা। 

99

এমনই খবরে উদ্বেগ ছড়িয়ে ভক্তমহলে। তাই অভিনেত্রীর থেকে খবর না পেলেও বর্তমানে মুখে মুখে ছড়িয়ে পড়েছে তামান্নার অসুস্থতার খবর। 

Share this Photo Gallery
click me!

Latest Videos