ইমরানের সঙ্গে হট-বোল্ড দৃশ্যে শ্যুট করেই কেরিয়ার শেষ, অকপট তুনশ্রী দত্ত

Published : Jun 22, 2021, 04:36 PM IST

এক সময় বলিউডে একের পর এক ছবিতে কাজ করেছিলেন অভিনেত্রী তনুশ্রী দত্ত। বেশ কিছু বোল্ড চরিত্রেও অভিনয় করতে দেখা গিয়েছিল তাঁকে যার মধ্যে অন্যতম ছিল আশিক বানায়া আপনে ছবি। কিন্তু আজ সেই ছবির জন্য আক্ষেপ করেন অভিনেত্রী। 

PREV
110
ইমরানের সঙ্গে হট-বোল্ড দৃশ্যে শ্যুট করেই কেরিয়ার শেষ, অকপট তুনশ্রী দত্ত

২০১৭-তে মিটু মুভমেন্ট নিয়ে ভারতের বুকে প্রথম ঝড় তুলেছিলেন তনুশ্রী দত্ত।

210

এর আগে অশ্লীল আচরণ নিয়ে খোলা মেলা প্রতিবাদ কোনও তারকাই করেননি। ভারতের বুকে এই পথ দেখিয়েছিলেন তিনি।

310

নানা পাটেকরের বিরুদ্ধে এনেছিলেন অভিযোগ। সেই মুহূর্তে পাশে পেয়েছিলেন একাধিক তারকাকে। অধিকাংশই তাঁর হয়ে কথা বলেছেন।

410

কিন্তু অভিনেত্রী কোথাও গিয়ে যেন একটা সময়ের পর হারিয়ে যেতে বসেছিলেন বলিউড থেকে।

510

কেন হল এমন পতন, প্রশ্নের উত্তরে স্পষ্ট জানিয়েছিলেন তিনি তাঁর জীবনের সব থেকে হিট ছবিই তাঁর পক্ষে ছিল না।

610

আশিক বানায়া আপনে ছবির মধ্যে দিয়ে বলিউডে এক ভিন্ন পরিচিতি পেয়েছিলেন তনুশ্রী দত্ত।

710

তাঁর কেরিয়ারে সব থেকে হিট ছবি। একাধিক সাহসী দৃশ্যে ধরা দিয়েছিলেন তনুশ্রী।

810

ইমরান হাসমির বিপরীতে অভিনয় করে ঝড় তুলেছিলেন বি-টাউন বক্স অফিসে।

910

বর্তমানে সেই ছবির কথা মনে করে আক্ষেপ করেন তনুশ্রী। তাঁর মতে, এই ছবিতে অভিনয় করার পরই বদলে যায় তাঁর চাহিদা।

1010

ইমরান হাসমির সঙ্গে এতটা বোল্ড চরিত্রে অভিনয় করা তাঁর উচিৎ হয়নি। এর পর থেকেই কেবল এই ধরনের চরিত্রের প্রস্তাবই আসতে থাকে তাঁর কাছে। যা বাধ্য হয়েই ফিরিয়ে দিতেন তিনি।

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories