বিগ বস মানেই বিতর্ক, ড্রামা, ঝগড়া এমনকি হাতা পাইও। এসবই মন প্রাণ দিয়ে দেখতে পছন্দ করে ভারতীয় দর্শকরা। বিগ বস মানেই কয়েক মাসের জন্য টেলিভিশন কিংবা ফোনের স্ক্রিনে একেবারে এঁটে বসে থাকা। কে জিতবে, কে হারবে এই বিষয় মানুষের যত না বেশি উৎসাহ তার চেয়েও ঢের বেশি উৎসাহ কবে ঝগড়া হল, কোথায় মারপিট হল কিংবা কোন প্রতিযোগীদের মধ্যে ফুটল প্রেমের ফুল। এর মাঝে আরও একটি বিষয় রয়েছে যা নিয়ে রীতিমত উন্মাদনা থাকে তুঙ্গে। তা হল বিকিনি পরা প্রতিযোগী। প্রত্যেক সিজনেই বিকিন পরা প্রতিযোগীদের দেখার আগ্রহ থেকে যায় সকলের। দেখে নিন কারা বিকিনি অবতারে নজর কেড়েছিল এত বছরের বিগ বস অনুষ্ঠানে।