হলিউড ছবি দ্য ফল্ট ইন আওয়ার স্টারসের হিন্দি রিমেক দিল বেচারার ট্রেলার এখন ইউটিউবের এক নম্বর ট্রেন্ডিংয়ে। ভেঙেছে হলিউড অ্যাকশন সিরিজ অ্যাভেঞ্জার্স এন্ডগেমের ট্রেলারের রেকর্ড। ২৪ ঘন্টার মধ্যে বিপুল আকারে এসেছে ভিউজের সংখ্যা। একের পর এক প্রশংসায় ভরছে সোশ্যাল মিডিয়ায়। সুশান্ত সিং রাজপুতের শেষ ছবি দিল বেচারা নিয়ে আবেগঘন হয়ে উঠেছে দর্শকমহল। তবে সুশান্তের মৃত্যুর দু'বছর আগে তাঁর ছবির জন্য প্রশংসা এসেছিল সুদূর হলিউড থেকে।