সুশান্তের মৃত্যু তদন্তে মাদক চক্রের যোগ যে বড় হতে চলেছে তা ভালোমতনই নাকি আঁচ করতে পেরেছিলেন রিয়া। আর সেইভাবেই তিনি জাতীয় মাদক প্রতিরোধ দপ্তরের অফিসারদের সঙ্গে কথার ভাঁজে খেলা শুরু করেছিলেন। কিন্তু, ঝানু অফিসারদের জেরার দক্ষতা শেষমেশ রিয়াকে ভেঙে পড়তে বাধ্য করেছিল। যার জেরে সোমবার সন্ধ্যাতেই জানিয়ে দিয়েছিলেন মাদক চক্রের নানা অজানা কথা। কীভাবে বলিউডের মধ্যে মাদক চক্র ঘুরে বেড়াচ্ছে তা নিয়ে বহু গুরুত্বপূর্ণ সূত্র দিয়ে দেন রিয়া। আর এটাও পরিষ্কার করে দেন যে মাদক চক্রের সঙ্গে .তাঁর যোগসূত্রের বিষয়টি।