আত্মহত্যার আগের রাতে সুশান্তের ফ্ল্যাটে গিয়েছিলেন রিয়া, আরও প্রকাশ্যে ভাইরাল তথ্য
সুশান্ত সিং রাজপুতের একাধিক খবর এখন নেট পাড়ায় ভাইরাল। কখনও সামনে উঠে এসেছে অভিনেতার সঙ্গে রিয়ার সম্পর্ক ঘিরে জল্পনা, কখনও আবার ড্রাগ নিয়ে একাধিক রহস্য। তবে ঠিক কীভাবে মৃত্যু সুশান্তের এইমস জানালেও মানতে নারাজ ভক্তকূল।
Jayita Chandra | Published : Oct 4, 2020 9:27 AM / Updated: Oct 04 2020, 09:28 AM IST
সুশান্ত সিং রাজপুত, যাঁর মৃত্যু রহস্য এখনও এক কথায় ধোঁয়াশা। ঠিক কী ঘটেছিল সুশান্তের ফ্ল্যাটে ১৩ই জুন!
এখনও পর্যন্ত তার কোনও স্পষ্ট ধারনা মেলেনি কারুর। ইতিমধ্যেই এইমস থেকে জানিয়ে দেওয়া হয়েছে, যে তিনি আত্মহত্যাই করেছিলেন, খুন নিয়ে কোনও প্রসঙ্গই তোলেননি তারা।
কিন্তু মৃত্যুর আগের দিনে সুশান্তের বাড়িতে থাকা রহস্য যে ক্রমেই ঘণীভূত। একপ্রতিবেশী জানিয়েছিলেন, সেদিন সুশান্তের বাড়িতে কিছু একটা সমস্যা হয়েছিল।
আগেরদিন রাত ১০টার পর সুশান্তের ঘরে আলো বন্ধ হয়ে যায়, যা কখনই হত না। একমাত্র সুশান্তের রান্না ঘরে আলো জ্বলছিল।
আবার কুপার হাসপাতালে শেষ বারের মত যখন সুশান্তকে দেখতে গিয়েছিলেন রিয়া, তখন সুসান্তের দিকে তাকিয়ে বুলেছিলেন সরি বাবু।
এতেই বেড়েছিল জল্পনা, কেন রিয়া চক্রবর্তী ক্ষমা চেয়েছিলেন সুশান্তের থেকে, তিনি কী কোনও ক্ষতির জন্য দায়ী!
এবার সামনে এল আরও এক চাঞ্চল্যকর তথ্য, ১৩ জুন, সুশান্তের মৃত্যুর ঠিক আগের দিন অভিনেতার ফ্ল্যাটে গিয়েছিলেন রিয়া চক্রবর্তী।
ছবি নির্মাতা, করনি সেনা নেতা সুরজিৎ সিং এবহার সামনে আনলেন এই ভাইরাল তথ্য।