মধুচক্রের ডেরা থেকে হাতেনাতে ধরা পড়েছিলেন বলিউডের এই অভিনেত্রীরা, রইল তালিকা
রমরমিয়ে চলছে মধুচক্রের আসর। অভিনয়ের জগতে আসার কিছুদিনের মধ্যে যেমন অনেকেই জড়িয়ে পড়েছে এই রঙিন জগতে। অভিনয়ের পাশাপাশি মধুচক্রেও জড়িয়ে পড়ছেন একাধিক অভিনেত্রীরা। দেশে- বিদেশে চারিদিকে আগাছার মতোন গছিয়ে উঠেছে এই মধুচক্রের আসর। পয়সার লালসায় এই যৌন খেলায় মেতে উঠেছেন ছোট থেকে বড় সকলেই। কেউ বা নিজের ইচ্ছায় আবার কাউকে জোর করেই নামানো হয়েছে এই যৌন খেলায়। বলিউড ইন্ডাস্ট্রির একাধিক অভিনেত্রীর নাম উঠে এসেছিল এই মধুচক্রের ডেরায়। রমরমিয়ে চলছিল এই মধুচক্রের আসর। হঠাৎই তাতে ছেদ। যৌনখেলা চলাকালীন আপত্তিকর অবস্থায় ধরা পড়েছিলেন বলিউডের এই অভিনেত্রীরা। রইল তালিকা।
Riya Das | Published : Mar 17, 2020 2:31 PM / Updated: Mar 17 2020, 02:38 PM IST
শার্লিন চোপড়াঃ সুপার হট অভিনেত্রী হিসেবে তার জনপ্রিয়তা তুঙ্গে। সোশ্যাল মিডিয়ায় তার ভিডিও, ছবি দেখার জন্য উপচে পড়ে ভিড়। এহেন অভিনেত্রীও টাকার কারণে এই যৌন খেলায় মত্ত হয়েছিলেন। একটি সাক্ষাৎকারে একথা নিজেই জানিয়েছিলেন কামসূত্র অভিনেত্রী।
শ্বেতা প্রসাদ বসুঃ বলিউড অভিনেত্রী শ্বেতা প্রসাদ বসু ধারাবাহিকেও জনপ্রিয়তা অর্জন করেছিলেন। কিন্তু একটা সময়ের পরে বেশ্যাবৃত্তিকেই বেছে নিয়েছিলেন। সালটা ২০১৪। মধুচক্রে যুক্ত থাকার কারণে হায়দরাবাদে তাকে বন্দি করা হয়েছিল। যদিও পরে হায়দরাবাদের সেশন কোর্ট তার বিরুদ্ধে সমস্ত পতিতাবৃত্তির অভিযোগ ফিরিয়ে নেয়।
যমুনাঃ কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রির একজন জনপ্রিয় অভিনেত্রী যমুনা। এর বিরুদ্ধেও অবৈধ সম্পর্কের অভিযোগ উঠেছিল । ২০১১ সালে বেঙ্গালুরুতে আইটিসি রয়্যাল গার্ডেনিয়া ইন -এ পতিতাবৃত্তির জন্য আপত্তিকর অবস্থায় হাতেনাতে ধরা পড়েছিলেন।
ভুবনেশ্বরীঃদক্ষিণী চলচ্চিত্রের একটি জনপ্রিয় অভিনেত্রী ভুবনেশ্বরী। চেন্নাইয়ের একটি যৌন র্যাকেটের সঙ্গে জড়িয়ে পড়েছিলেন অভিনেত্রী।
মিশতি মুখোপাধ্যায়ঃ 'লাইফ কি তো লাগ গাই' অভিনেত্রী মিশতি মুখোপাধ্যায় যৌন র্যাকেট চালানোর অভিযোগে গ্রেফতার হয়েছিলেন। তিনি নিজেই মাংস রফতানির ব্যবসা করছেন। পুলিশ যখন তার লোখন্ডওয়ালা ফ্ল্যাটে হানা দিয়েছিল, তখন পুলিশ তার ফ্ল্যাট থেকে ২৫,০০০ পর্নোগ্রাফি সিডি, যার মূল্য ২ লক্ষ টাকা বাজেয়াপ্ত করেছিল। তিনি প্রত্যেকটি অভিযোগ নির্দোষ বলে দাবি করেছিলেন।
সায়রা বানুঃ তেলুগু অভিনেত্রী সায়রা বানু। অভিনয়ের পাশাপাশি যৌনবৃত্তিতে জড়য়ে পড়েছিলেন ২০১০ সালে। বেশ কয়েকজন ক্লায়েন্টের সাথে অভিনেত্রীকে হাতেনাতে ধরা হয়েছিল। হায়দরাবাদের বেগমপেটে স্প্রিং হেভেন অ্যাপার্টমেন্টে পুলিশি তল্লাশি চালানো হয়। ৭ মহিলার সঙ্গে ধরা পড়েছিলেন সায়রা।
আইশ আনসারীঃ তামিল অভিনেত্রী আইশ আনসারী। তিনিও বেশ্যাবৃত্তিতে জড়িয়ে পড়েছিলেন। ২০১১ সালে জয়পুর থেকে পতিতাবৃত্তির ব়্যাকেট থেকে তাকে ধরা হয়েছিল।
ক্যারোলিন মারিয়া আসানঃ বেশ কয়েকটি পতিতাবৃত্তির সাথে জড়িত থাকার কারণে তামিল অভিনেত্রী ক্যারোলিন মারিয়া আসানকে হাতেনাতে ধরা হয়েছিল। 2012 সালে পাঁচতারা হোটেল থেকে তাকে গ্রেফতার করা হয়েছিল।