Published : Feb 29, 2020, 12:31 PM ISTUpdated : Aug 04, 2021, 08:01 AM IST
টাইগার ও দিশার প্রেমকাহিনির কথা গত দেড় বছর ধরেই ছড়িয়ে পড়েছিল বিটাউনে। বাঘি ২ জুটি একে অন্যের সঙ্গে ডেটও করেছিলেন বেশ কয়েকবার। পোজ দিয়ে ফ্রেমবন্দি হওয়া থেকে শুরু করে সম্ভাব্য আংটি বদল, সবই করেছিলেন তাঁরা। তবে সম্পর্ক বেশিদিন স্থায়ী হয়নি। এবার কারণ খোলসা করলেন নিজেই...